• বিনোদন

    ফিলিস্তিনে নির্বিচারে হত্যা: ১২’শ শিল্পীর ইসরাইল বয়কটের ঘোষণা

      প্রতিনিধি 11 September 2025 , 5:29:26 প্রিন্ট সংস্করণ

    - ইসরাইলিদের বর্বরতা থামাতে কঠোর অবস্থানে বিশ্ব শিল্পী সমাজ। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    হলিউডসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১২০০ শিল্পী গত দুই বছর ধরে ফিলিস্তিনের নীরিহ মানুষকে নির্বিচার নৃশংসভাবে ইসরাইল বাহিনীর হত্যার প্রতিবাদে, ইসরাইলের সঙ্গে কোনো ধরনের সাংস্কৃতিক বা চলচ্চিত্র-সম্পর্কিত কাজে আর অংশ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন তারা। এখন পর্যন্ত ইসরাইলের ৬৪ হাজারের বেশি নিরীহ মানুষ নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনের ওপর নির্বিচারে হত্যা ইসরাইলিদের বর্বরতা থামাতে কঠোর অবস্থান নিয়েছে বিশ্ব শিল্পী সমাজ।

    যৌথ বিবৃতিতে শিল্পীরা জানান, ইসরাইলি প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমায় অভিনয় করবেন না তারা। শুধু তাই নয়, দেশটিতে আয়োজিত কোনো চলচ্চিত্র উৎসবেও অংশগ্রহণ করবেন না। এর ফলে জেরুজালেম ফিল্ম ফেস্টিভ্যাল, হাইফা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ডোকাভিভ, তেলআবিব ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল এবং টিএলভি ফেস্টের মতো গুরুত্বপূর্ণ আসরে থাকবে না তাদের সিনেমা বা উপস্থিতি।

    বিজ্ঞাপন

    ‘ফিল্ম ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন’-এর বিবৃতিতে বলা হয়েছে‘এমন এক সংকটময় মুহূর্তে, যখন বিশ্বের বহু সরকার গণহত্যাকে সমর্থন দিয়ে চলেছে, তখন এই ভয়াবহতাকে রুখে দিতে আমাদের সবকিছু করতে হবে। ইসরাইলি সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান, পরিবেশক বা বিক্রয় এজেন্ট-কেউই কখনো ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের পক্ষে দাঁড়ায়নি’।

    অভিনেত্রী হান্না আইনবাইন্ডার বলেন, ‘দুই বছর ধরে গাজায় যা ঘটছে, তা বিবেককে নাড়িয়ে দেয়। একজন ইহুদি আমেরিকান নাগরিক হিসেবে আমি মনে করি, গণহত্যা বন্ধ করতে আমাদের যথাসাধ্য চেষ্টা করা উচিত। এই গুরুত্বপূর্ণ সময়ে, যখন নেতারা ব্যর্থ হচ্ছেন, তখন শিল্পীদেরই এগিয়ে আসতে হব ‘।

    এ তালিকায় আরো রয়েছেন এমা স্টোন, অলিভিয়া কোলম্যান, আয়ো এডিবেরি, লিলি গ্ল্যাডস্টোন, মার্ক রাফেলো, হান্না আইনবাইন্ডার, পিটার সারসগার্ড, আইমি লু উড, পাপা এসিডু, গ্যয়েল গার্সিয়া বার্নাল, রিজ আহমেদ, জেভিয়ার বারডেম, জো অ্যালউইন, জশ ও’কনর, মেলিসা বারেরা, সিনথিয়া নিক্সন, টিল্ডা সুইনটনসহ অনেক শিল্পী। এ ছাড়া নির্মাতাদের তালিকায় রয়েছেন- আভা ডুভার্নে, অ্যাডাম ম্যাককে, বুটস রিলে, এমা সেলিগম্যান, ইয়র্গোস ল্যান্থিমোস, জোশুয়া ওপেনহাইমার এবং মাইক লেই প্রমুখ।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:08 AM টিভিতে আজকের খেলা (১৬ জানুয়ারি, ২০২৬) 7:47 AM খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী আজ 7:39 AM আজ ফের মাঠে ফিরছে বিপিএল 7:33 AM গাজায় যুদ্ধবিরতিতেও থামছে না ইসরায়েলি হামলা 7:54 PM যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ 7:17 PM সিইসি-বিএনপি বৈঠক: ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে আলোচনা 6:56 PM মন গলেনি ক্রিকেটারদের! অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল 6:55 PM মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র 6:29 PM জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা 6:17 PM ২১ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু