• খেলা

    রিয়ালের হয়ে ইউরোপের গোল্ডেন বুট এমবাপের

      প্রতিনিধি 1 November 2025 , 1:40:24 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    প্রথমবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতলেন কিলিয়ান এমবাপে। ২০২৪-২৫ মৌসুমের জন্য এই পুরুষ্কার পেয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি এই তারকা। এর আগে ২০১৪-১৫ মৌসুমে রিয়ালের হয়ে সবশেষ এই পুরস্কার জিতেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

    ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে সর্বোচ্চ গোলদাতাকে গোল্ডেন বুট দিয়ে থাকে ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়া। গত মৌসুমে রিয়ালে যোগ দিয়ে লা লিগায় ৩১ গোল করেন এমবাপ্পে। শুক্রবার সান্তিয়াগো বার্নাব্যুয়ে পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিয়াল কোচ জাবি আলোনসো, সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ এবং দলের অন্যান্য খেলোয়াড়েরা।

    পুরস্কার হাতে নিয়ে উচ্ছ্বসিত এমবাপে বলেন,

    ‘গোল্ডেন বুট জেতা আমার জন্য দারুণ মুহূর্ত। প্রথমবারের মতো পেলাম, একজন ফরোয়ার্ড হিসেবে সত্যিই বিশেষ কিছু।

    বিজ্ঞাপন

    ৩১ গোল করে ৬২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ছিলেন এমবাপ্পে। দ্বিতীয় স্থানে ছিলেন স্পোর্টিং লিসবনের হয়ে খেলা ভিক্টর ইয়োকেরেস (৫৮.৫ পয়েন্ট) এবং তৃতীয়- লিভারপুলের মোহাম্মদ সালাহ (৫৮ পয়েন্ট)।

    পুরস্কার জিতেছেন আগের মৌসুমের ধারাবাহিক পারফরম্যান্সে; চলতি মৌসুমেও দুর্দান্ত ফর্মে আছেন এমবাপে। নতুন কোচ আলোনসোর অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়াল জিতেছে ১৩ ম্যাচের মধ্যে ১২টিতে। ক্লাবটিতে দীর্ঘদিন থাকার ইচ্ছাও প্রকাশ করেছেন এই ফরাসি তারকা,

    ‘আমাদের দলে দারুণ একতা আছে। আমি চাই, এই মৌসুমে বড় কিছু জিতি। দলীয় সাফল্যই আসল বিষয়। রিয়ালে অনেক বছর থাকতে চাই এবং এমন পুরস্কার আরও অনেকবার জিততে চাই।’

    লা লিগায় ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রিয়াল। দুইয়ে থাকা বার্সেলোনার চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে আছে মাদ্রিদের ক্লাবটি। আজ শনিবার রাত ২টায় লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলবে তারা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:10 PM চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২টি বিদেশি শুটারগান ও ৯ রাউন্ড গুলি জব্দ 6:49 PM প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা: কুড়িগ্রামে ডিভাইসসহ আটক ১০ 6:27 PM বিপিএল: রাজশাহীকে হারিয়ে শীর্ষে উঠেছে চট্টগ্রাম 6:15 PM ওসমান হাদির খুনিদের বিচার দাবিতে, রাজধানীতে বিক্ষোভ সমাবেশ 5:51 PM স্বাধীনতার ঘোষক হিসেবে, জিয়াউর রহমানের নাম পাঠ্যবইয়ে সংযোজন 5:41 PM রাতে বিএনপির জরুরি বৈঠক, দলের ‘চেয়ারম্যান’ হতে পারেন তারেক রহমান 5:30 PM পাবনার দুটি আসনে নির্বাচন স্থগিত: সুপ্রিম কোর্ট 5:16 PM সংসদ নির্বাচন: মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল দায়ের শেষ 4:36 PM ‘বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রশিবিরের বিজয়, জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না’ 4:18 PM সমগ্র ইরানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন!