প্রতিনিধি 9 October 2025 , 11:14:25 প্রিন্ট সংস্করণ

অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় দুই বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ থামাতে প্রথম ধাপের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভূখণ্ডটির শাসকগোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েল। দু’পক্ষই এ বিষয়ে একটি চুক্তিতেও সই করেছে। মধ্যস্থতাকারীদের মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রেসিডেন্ট ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন, ইসরায়েল ও হামাস আমাদের উদ্যোগে শান্তি পরিকল্পনার প্রথম ধাপে ‘সই করেছে’। ট্রাম্প লিখেছেন, ‘এটি আরব ও মুসলিম বিশ্ব, ইসরায়েল, আশপাশের সব দেশ এবং যুক্তরাষ্ট্রের জন্য একটি মহান দিন। আমরা কাতার, মিশর ও তুরস্কের মধ্যস্থতাকারীদের ধন্যবাদ জানাই, যারা আমাদের সঙ্গে কাজ করেছেন এই ঐতিহাসিক ও নজিরবিহীন ঘটনা সম্ভব করার জন্য। শান্তির অগ্রদূতেরা ধন্য হোক!’
এর আগে, বুধবার নতুন গাজা পরিকল্পনা নিয়ে আলোচনায় অংশ নিতে মিশরে যান ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জ্যারেড কুশনার।
ইসরায়েলি সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সইকে ‘স্বাগত’ জানায়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বলা হয়েছে, সেনাপ্রধান ইয়াল জামির সব বাহিনীকে নির্দেশ দিয়েছেন শক্ত প্রতিরক্ষার প্রস্তুতি নিতে এবং যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে।
এদিকে হামাস জানিয়েছে, তারা চুক্তির অংশ হিসেবে ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে যেসব ফিলিস্তিনির মুক্তি চায়, তাদের একটি তালিকা তেল আবিবকে দিয়েছে।