
প্রতিনিধি 18 November 2025 , 6:30:47 প্রিন্ট সংস্করণ

শমিত শোমকে নিয়ে ভারতের বিপক্ষে মঙ্গলবার(১৮ নভেম্বর) রাতে মাঠে নামছে বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় এই খেলা অনুষ্ঠিত হবে। এদিকে, দলে ফিরেছেন চোট থেকে ফেরা মিডফিল্ডার শেখ মোরসালিনও।

অপরদিকে, জায়গা হারিয়েছেন জামাল ভূঁইয়া ও জুনিয়র সোহেল রানা। তবে, বিগত কয়েক ম্যাচে শেষ মুহুর্তে গোল হজম করার তিক্ত অভিজ্ঞতা থেকে বের হতে চায় বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: গোলরক্ষক-মিতুল মারমা,
রক্ষণ: তপু বর্মণ, তারিক কাজী, জায়ান আহমেদ ও সাদ উদ্দিন।
মধ্যমাঠ: হামজা চৌধুরী, সোহেল রানা, শমিত শোম ও শেখ মোরসালিন।
আক্রমণ: রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।