• খেলা

    বাংলাদেশ-ভারত ম্যাচ সমসময় আলাদা তাৎপর্য বহন করে

      প্রতিনিধি 17 November 2025 , 5:34:12 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    প্রায় সাত বছর পর বাংলাদেশের মাটিতে আতিথেয়তা নিচ্ছে ভারত জাতীয় ফুটবল দল। জামাল ভুঁইয়াদের বিপক্ষে ম্যাচটি হবে আগামীকাল রাত ৮টায়। ডার্বি ম্যাচের আগে উত্তেজনা, রোমাঞ্চ ছড়িয়ে পড়েছে দুই দলেই। দেশের জার্সিতে ৯২ ম্যাচ খেলা বাংলাদেশ অধিনায়কের কাছে এটি আবার আবেগের।

    ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আজ হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে হয় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। যেখানে কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে উপস্থিত ছিলেন জামাল। ভারত ম্যাচ নিয়ে নিজের অনূভুতি জানতে চাইলে বলেন, ‘এটা অনেক ইমোশনাল ম্যাচ, হাই-ভোল্টেজ ম্যাচ। এই ম্যাচের পর জাতীয় দলের জন্য অনেক লম্বা গ্যাপ আছে। বছরটা যদি জয় দিয়ে শেষ করতে পারি তা শুধু আমাদের জন্য নয়, সমর্থক ও আপনাদের (সাংবাদিক) জন্যও ইতিবাচক হবে। তাই আমার জন্য ম্যাচটি আবেগের, একই সঙ্গে মস্তিষ্ক ব্যবহার করে খেলতে হবে।’

    ভারতের বিপক্ষে ম্যাচের উত্তাপ নিয়ে জামাল বলেন, ‘কালকের ম্যাচে অনেক ফ্রি কিক হবে, হলুদ কার্ড হবে, গালাগালি হবে। তবে আমি এটা স্বাভাবিক ম্যাচ হিসেবে ধরব। কারণ এই ম্যাচের তাৎপর্য আমি জানি।’

    ক্রীড়ার যে কোনো ইভেন্টেই বাংলাদেশ-ভারত ম্যাচ সমসময় আলাদা তাৎপর্য বহন করে। দুই দলের জন্য ম্যাচটি মর্যাদার লড়াইও বটে।

    এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ এটি। যদিও দুই দলই দুই ম্যাচ বাকি থাকতে মূল পর্বে যাওয়ায় দৌড় থেকে ছিটকে গেছে। তবে ভারতের বিপক্ষে জিতলে পয়েন্ট টেবিলের তিন কিংবা চারে থেকে প্রতিযোগিতা শেষ করার সুযোগ থাকবে। শেষ ভালোর সেই সুযোগটা জামালরা হাতছাড়া করতে চাইবেন না।

    বিজ্ঞাপন

    এর আগে ভারতের বিপক্ষে বাছাইয়ের প্রথম লেগ হয় শিলংয়ে। হামজা চৌধুরীর অভিষেক ম্যাচও সেটি। সেই ম্যাচে গোলশূন্য ড্র করে বাংলাদেশ।

    লাল সবুজের জার্সিতে হামজা এরপর খেলেছেন আরও ৫ম্যাচ। মোট ৬ ম্যাচে তাঁর গোল ৪টি। সর্বশেষ ম্যাচে নেপালের বিপক্ষে তো জোড়া গোলই করলেন। যার মধ্যে একটি ছিল চোখধাঁধনো ওভারহেড কিকে।

    আজকের সংবাদ সম্মেলনে ওঠে হামজার সেই গোলের কথাও। সতীর্থকে নিয়ে বাংলাদেশ অধিনায়কের ভাষ্য, ‘আমি সৌভাগ্যবান যে হামজাকে অ্যাসিস্ট করতে পেরেছি।। একটা কর্নার আর একটা বাইসাইকেল। বাইসাইকেল গোলটা আমার দেখা বাংলাদেশের অন্যতম সেরা। অবশ্যই এক নম্বরে থাকবে।’

    নেপালের বিপক্ষে সমতায় ফেরা ম্যাচে হামজাকে ভলিতে গোল বানিয়ে দিয়েছিলেন জামাল। এছাড়া বাংলাদেশের হয়ে হামজার প্রথম গোলটাও ভুটানের বিপক্ষে আসে জামালের কর্নার কিক থেকে।

    হামজা বন্দনা আরও একবার ছিল জামালের কণ্ঠে, ‘হামজা ৬ ম্যাচে ৪ গোল করেছে, এটি তাঁর পজিশনে খুবই ইতিবাচক। তাঁর ভেতর যে ইমপ্যাক্ট আছে তা অনেক বড়। সে আসার পর থেকে আমরা প্রতি ম্যাচেই গোল করছি। তাঁকে সামনে বা পেছনে খেলার স্বাধীনতা দেওয়া হয়েছে, এবং আমরা তাতে মানিয়ে নিচ্ছি, যা দলের জন্য খুবই ইতিবাচক।’

    ভুটানের বিপক্ষে ৪ জুনের সেই ম্যাচে মধ্যমাঠে জমে উঠেছিল হামজা-জামাল জুটি। এরপর আরও বেশ কয়েবার অল্প সময়ের জন্য হলেও সেটি দেখা গেছে। কারণ নিয়মিত অধিনায়ককে প্রায়ই বসে থাকতে হয়েছে বেঞ্চে। ভারতের বিপক্ষে মাঝ মাঠে আরেকটি জুটি দেখার অপেক্ষা লাল সবুজের সমর্থকদের।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:08 AM টিভিতে আজকের খেলা (১৬ জানুয়ারি, ২০২৬) 7:47 AM খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী আজ 7:39 AM আজ ফের মাঠে ফিরছে বিপিএল 7:33 AM গাজায় যুদ্ধবিরতিতেও থামছে না ইসরায়েলি হামলা 7:54 PM যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ 7:17 PM সিইসি-বিএনপি বৈঠক: ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে আলোচনা 6:56 PM মন গলেনি ক্রিকেটারদের! অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল 6:55 PM মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র 6:29 PM জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা 6:17 PM ২১ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু