প্রতিনিধি 10 October 2025 , 5:35:03 প্রিন্ট সংস্করণ

এবারের নোবেল শান্তি পুরস্কার পাওয়ার ব্যাপক আগ্রহ দেখিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু শেষ পর্যন্ত পুরস্কারটি পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো। তবে ট্রাম্পকে নিয়ে আলোচনা এখনো থামেনি।
মারিয়া কোরিনা মাচাদো নোবেল জেতার পর এক সাংবাদিক নোবেল কমিটির কাছে ট্রাম্পের ব্যাপারে প্রশ্ন করেছিলেন।
তিনি জানতে চান, ট্রাম্পকে নোবেল দিতে মার্কিন প্রেসিডেন্টসহ বিশ্বের অন্যান্য যেসব জায়গা থেকে চাপ এসেছিল, সেই চাপ তাদের পুরস্কার ঘোষণায় কোনো প্রভাব ফেলেছে কি না। খবর বিবিসি’র।
জবাবে নোবেল শান্তি কমিটির চেয়ারম্যান জোর্গেন ওয়াটনে ফ্রায়ডেন্স বলেন, ‘নোবেল শান্তি পুরস্কারের দীর্ঘ ইতিহাসে এই কমিটি অনেক প্রচারণা ও মিডিয়া উত্তেজনা দেখেছে এবং প্রতি বছর হাজার হাজার চিঠি পায়।’
সবশেষে তিনি বলেন,
আমরা আমাদের সিদ্ধান্ত শুধুমাত্র কাজ (পুরস্কারপ্রাপ্তদের) এবং আলফ্রেড নোবেলের করা উইলের ওপর ভিত্তি করে নিই।
জানা গেছে, গেল কয়েক মাস ধরে গণমাধ্যমগুলোতে শান্তিতে নোবেলের জন্য ট্রাম্পের কথা ব্যাপকভাবে প্রচারিত হলেও তার নাম চূড়ান্ত তালিকায় স্থান পায়নি।

এই সিদ্ধান্তের আগের মাসগুলোতে ট্রাম্প নিজেকে ‘শান্তির প্রতিষ্ঠাতা’ হিসেবে জোরালোভাবে তুলে ধরেন। শুধু তাই নয়, তিনি নিজেকে একজন ‘সেতু নির্মাতা’ (মধ্যস্থতাকারী) হিসেবেও উপস্থাপন করেন।
এছাড়াও ট্রাম্প দাবি করেছেন যে, তিনি একাধিক যুদ্ধের অবসান ঘটিয়েছেন।
দুইবারের এই মার্কিন প্রেসিডেন্ট তার প্রথম মেয়াদের পর থেকেই নোবেল পুরস্কারের প্রচারণায় ছিলেন। এর মধ্যে তিনি দাবিও করেছেন যে, ‘অনেক মানুষ’ ভাবে যে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন।
গাজায় দুই বছরের যুদ্ধের অবসান ঘটাতে ইসরাইল ও হামাসের মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তিতে মধ্যস্থতা করার পর থেকে মার্কিন প্রেসিডেন্ট এই বছর নোবেল পুরস্কার জিততে পারেন বলে জল্পনা শুরু হয়।
জানা যায়, ওভাল অফিসের দুই মেয়াদে ট্রাম্পকে ১০ বারেরও বেশি এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে – যার মধ্যে আছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত, একজন ইউক্রেনীয় রাজনীতিবিদ এবং মার্কিন যুক্তরাষ্ট্র, সুইডেন এবং নরওয়ের আইনপ্রণেতারা।
কিন্তু শুধুমাত্র মনোনয়নই কাউকে প্রার্থী হওয়ার নিশ্চয়তা দেয় না এবং নোবেল কমিটি বিজয়ীর নাম ঘোষণার আগে প্রার্থীদের তালিকা প্রকাশ করে না।