প্রতিনিধি 8 October 2025 , 8:17:19 প্রিন্ট সংস্করণ

বিশ্ব ফুটবলে অসাধারণ সফলতা অর্জন করা ক্রিস্টিয়ানো রোনালদো এবার মাঠের বাইরেও নতুন ইতিহাস রচনা করেছেন। বর্তমানে সক্রিয় খেলোয়াড়দের মধ্যে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে বিলিয়নিয়ারের তালিকায় নাম লিখিয়েছেন পর্তুগিজ মহাতারকা।
অর্থনীতি বিষয়ক বিশ্লেষণ প্রতিষ্ঠান ব্লুমবার্গের ‘বিলিয়নিয়র ইনডেক্স’ অনুযায়ী, রোনালদোর মোট সম্পদের মূল্য দাঁড়িয়েছে ১.৪ বিলিয়ন ডলারে। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে বিশ্ব ফুটবলকে মাতিয়ে রাখা রোনালদো আজ পর্যন্ত জিতেছেন পাঁচটি ব্যালন ডি’অরসহ অসংখ্য বড় পুরস্কার। বিশ্বকাপ ছাড়া ফুটবলের প্রায় সব বড় ট্রফি তার সংগ্রহে রয়েছে।
সম্প্রতি আল নাসরের সঙ্গে ৪০০ মিলিয়ন ডলারের একটি চুক্তি করে আর্থিক দিক থেকে রোনালদোর অবস্থান আরও শক্ত হয়েছে। এছাড়া বিশ্বখ্যাত ব্র্যান্ড আরমানি ও নাইকের সঙ্গে তার রয়েছে বহু কোটি টাকার সহযোগিতা চুক্তি।

অর্থের বাইরে খেলায়ও রোনালদো সবার ওপরে। পেশাদার ক্যারিয়ারে ৯৪৬ গোল করে এখন হাজার গোলের মাইলফলক স্পর্শের পথে। ৪০ বছর বয়সী এই স্ট্রাইকার জানিয়েছেন, পরিবার থামার পরামর্শ দিলেও হাজারতম গোল করার আগ পর্যন্ত তিনি থামবেন না।
রোনালদো বলেছেন, “আমার পরিবারের অনেকেই বলে এখন থামার সময় হয়েছে। আমি নিশ্চিত যখন শেষ করব, তখন হাজার গোল পূরণ করব। আমি সর্বস্ব দিয়েছি এবং এখন সময়ের মূল্য জানি, তাই বাকি সময় উপভোগ করার চেষ্টা করব।”
গতকাল (মঙ্গলবার) তিনি ‘দ্য পর্তুগাল ফুটবল গ্লোবস’ পুরস্কারও অর্জন করেন। পুরস্কার গ্রহণকালে রোনালদো বলেন, “এটা আমার ক্যারিয়ারের শেষ পুরস্কার নয়, বরং দীর্ঘদিনের পরিশ্রম, নিষ্ঠা ও স্বপ্নের স্বীকৃতি। আমি সবসময় জেতার মনোভাব নিয়ে খেলি এবং তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে চাই।
সূত্র: ব্লুমবার্গ