• আন্তর্জাতিক

    পাকিস্তানকে ভারতীয় সেনাপ্রধানের হুঁশিয়ারি

      প্রতিনিধি 3 October 2025 , 5:37:33 প্রিন্ট সংস্করণ

    এবার আমরা এমন কিছু করব যা নিয়ে পাকিস্তানকে ভাবতে হবে যে তারা মানচিত্রে থাকতে চায় কি না।
    এবার আমরা এমন কিছু করব যা নিয়ে পাকিস্তানকে ভাবতে হবে যে তারা মানচিত্রে থাকতে চায় কি না।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    পাকিস্তান যদি মানচিত্রে তার স্থান ধরে রাখতে চায়, তাহলে তাকে সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন ভারতীয় সেনাপ্রধান

    অপারেশন সিঁদুর ১.০’-এর সময় ভারতীয় সশস্ত্র বাহিনী যে সংযম দেখিয়েছে, এরপর তা আর দেখানো হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন ভারতীয় সেনাপ্রধান।

    সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার (৩ অক্টোবর) রাজস্থানের একটি সেনা পোস্টে গিয়ে এসব কথা বলেছেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

    তিনি বলেন,আমরা অপারেশন সিঁদুর ১.০-তে যে সংযম বজায় রেখেছিলাম এবার তা রাখব না… এবার আমরা এমন কিছু করব যা নিয়ে পাকিস্তানকে ভাবতে হবে যে তারা মানচিত্রে থাকতে চায় কি না।

    ‘পাকিস্তান যদি মানচিত্রে থাকতে চায়, তাহলে তাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে’, যোগ করেন ভারতীয় সেনাপ্রধান।

    বিজ্ঞাপন

    এর আগে বৃহস্পতিবার (০২ অক্টোবর) গুজরাটের ভুজ সীমান্ত ঘাঁটিতে সেনাদের উদ্দেশে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ বলেন, ‘পাকিস্তান যদি স্যর ক্রিক এলাকায় আগ্রাসন দেখানোর চেষ্টা করে, তবে এমন জবাব দেয়া হবে যা ইতিহাস ও ভূগোল দুটোই পাল্টে দিতে পারে।’

    প্রসঙ্গত, স্যার ক্রিক ভারত ও পাকিস্তানের মধ্যে একটি বিতর্কিত অঞ্চল। খালটি ভারতের কচ্ছ অঞ্চল এবং পাকিস্তানের সিন্ধু প্রদেশকে মোটামুটিভাবে পৃথক করেছে। স্যার ক্রিক আরব সাগরে পতিত হয়েছে। এর মূল নাম ছিল বন গঙ্গা এবং ঔপনিবেশিক আমলে একজন ব্রিটিশ কর্মকর্তার নামানুসারে এর নামকরণ করা হয়েছিল স্যার ক্রিক।

    এদিকে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে তীব্র রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে।

    রাজনাথ বলেন, ‘১৯৬৫ সালের যুদ্ধে ভারতীয় সেনা লাহোর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তাই পাকিস্তানের মনে রাখা উচিত – করাচি পৌঁছনোর রাস্তা স্যার ক্রিক দিয়েও যায়।’

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:52 PM “এক দিন আগে নয়, পরেও নয় ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন” 1:30 PM ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দাবিতে সায়েন্সল্যাব অবরোধ 1:21 PM দেশের বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা হলে ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা 1:09 PM “আমি ভাবছিলাম বিশ্বকাপ খুব ছোট, কিন্তু এখন দেখি অনেক বড়” 12:58 PM বিয়ে করছেন জেফার-রাফসান! 12:48 PM জিয়াউলের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ 12:41 PM রাজধানীর পল্লবী এলাকায় সেনাবাহিনীর যৌথ অভিযানে পিস্তলসহ আটক ১ 12:14 PM থাইল্যান্ডে ট্রেনের উপর ক্রেন ভেঙে নিহত অন্তত ২২ 11:43 AM যে কারণে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা 11:19 AM আসন সমঝোতা নিয়ে ১১ দলের চূড়ান্ত বৈঠক আজ