• বিনোদন

    ধীরে ধীরে খালেদা জিয়াকে শেষ করে দেয়ার কঠিন চেষ্টা হয়েছে

      প্রতিনিধি 31 December 2025 , 7:13:29 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    স্মরণকালের সর্বশ্রেষ্ঠ আপসহীন অবিসংবাদিত নেতা, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে এক আবেগঘন পোস্ট করেছেন সংগীতশিল্পী কনকচাঁপা। তিনি তার ফেসবুক পোস্টে বলেছেন, ধীরে ধীরে তাঁকে (খালেদা জিয়া) শেষ করে দেয়ার কঠিন চেষ্টা চালানো হয়েছে। মিথ্যা মামলায় জড়িয়ে তাঁর সুন্দর জীবন শেষ করে দেওয়া হয়েছে।

    ফেসবুকে তিনি লেখেন, ‘বারবার, বারবার তাঁর নামের সাথে উচ্চারিত হয় ‘আপসহীন’, নিশ্চয়ই আমরা তার মানে জানি, কিন্তু অনুধাবন করি কজন! তাঁর জীবনে তিনি অন্যায়, মিথ্যাচার, স্বৈরাচার কারো সাথে নিজ স্বার্থ, স্বাচ্ছন্দ্য, সম্ভোগের জন্য আপস করেন নাই।’

    ‘দেশের মানুষের মায়ায় তিনি সংসার, সন্তান, আরাম-আয়েশী বিলাসী জীবন কিছুর তোয়াক্কা তিনি করেন নাই। এই কথা লেখা যেমন সহজ, পড়াও সহজ কিন্তু এই জীবন বয়ে বেড়ানো অসম্ভব রকম কঠিন যা আমরা ভাবতেই পারিনা।’

    বিজ্ঞাপন

    তিনি আরো বলেন, ‘বড়ই আফসোস হয়, একটা ডাহা মিথ্যা মামলায় তিনি তাঁর জীবন সুন্দর ভাবে শেষ করতে পারলেন না। সত্যিকার অর্থে সেখান থেকেই তাঁর অসুস্থতা শুরু হয়েছে। বলা যায় ধীরে ধীরে তাঁকে শেষ করে দেওয়ার কঠিন চেষ্টা চালানো হয়েছে আর আমরা অসহায় হয়ে চেয়ে থেকেছি।’

    খালেদা জিয়াকে নিয়ে তার উপলব্ধির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সেই পুরাতন, প্রাক্তন ভাঙা জেলখানায় তাঁর দিন কেটেছে তা ভেবে কত রাত আমার নির্ঘুম হয়ে যেত! কত রকম ভয় ছিলো সেই একাকী জেলজীবনে, সেগুলো ভেবে হঠাৎ রাতে ঘুম ভেঙে গায়ে কাঁটা দিয়ে উঠত, অথচ তিনি থাকতেন নির্ভার! এজন্যই তাঁকে বলতে চাই অকুতোভয় জীবন যোদ্ধা, মৃত্যুঞ্জয়ী মহামানব।’

    খালেদা জিয়ার সংগ্রামময় জীবন নিয়ে কনকচাঁপা বলেন, ‘তাঁর স্পষ্ট উচ্চারণ ছিলো জীবনে যা কিছু হয়ে যাক, এই দেশ, এই দেশের মানুষ ছেড়ে আমি কোথাও যাবো না। দেশপ্রেম এর উৎকৃষ্ট উদাহরণ তিনি, তিনিই প্রকৃত রাজনীতিবিদ এবং খাঁটি একজন দেশনেতা। আমাদের দুঃখ রাখার জায়গা নেই যে আমরা তাঁকে সঠিক মর্যাদা দিতে পারিনি।’

    সবশেষে খালেদা জিয়ার জন্য দোয়া করে তিনি বলেন, ‘আমি কায়মনোবাক্যে দোয়া করি, আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌসের স্থায়ী বাসিন্দা করে নেয়ার অনুগ্রহ করবেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার এই শোক সইবার শক্তি অর্জন করুক।’ হয়। ফার্স্ট লেডি থেকে শুরু করে বাংলাদেশের রাজনীতির শীর্ষ নেতৃত্বে তার পদচারণা ছিল দীর্ঘ ও ঘটনাবহুল।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:08 AM টিভিতে আজকের খেলা (১৬ জানুয়ারি, ২০২৬) 7:47 AM খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী আজ 7:39 AM আজ ফের মাঠে ফিরছে বিপিএল 7:33 AM গাজায় যুদ্ধবিরতিতেও থামছে না ইসরায়েলি হামলা 7:54 PM যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ 7:17 PM সিইসি-বিএনপি বৈঠক: ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে আলোচনা 6:56 PM মন গলেনি ক্রিকেটারদের! অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল 6:55 PM মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র 6:29 PM জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা 6:17 PM ২১ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু