• রাজনীতি

    তারেক রহমানের সংবর্ধনা: সমাবেশ স্থলে তৈরি হচ্ছে নান্দনিক মঞ্চ

      প্রতিনিধি 23 December 2025 , 8:19:19 প্রিন্ট সংস্করণ

    তারেক রহমানের সংবর্ধনা: সমাবেশ স্থলে তৈরি হচ্ছে নান্দনিক মঞ্চ। (ইনসেটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান) ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আবদুর রহমান খান: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ফিরছেন। তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত দেশবাসী, আর সংবর্ধনা জানাতে তৈরি হচ্ছে নান্দনিক সভা মঞ্চ। জানা গেছে, গণসংবর্ধনা অনুষ্ঠানের জন্য ভেন্যুটি গত এক সপ্তাহ ধরে দফায় দফায় পরিদর্শন করছেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।

    ২৫ ডিসেম্বর তারেক রহমানের আসাকে কেন্দ্র করে, রাজধানীর পূর্বাচল (৩০০-ফিট) এলাকায় তৈরিকৃত নান্দনিক মঞ্চ দেখতে প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে আসছেন নেতা-কর্মীরা। তাদের চোখে-মুখে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সেখানে আসেন।

    এ সময় তিনি বলেন, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে গণসংবর্ধনায় প্রায় অর্ধ কোটি নেতা-কর্মীর পাশাপাশি সমর্থকদের সমাগম হবে। এ ছাড়াও গত কয়েক দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সালাউদ্দিন আহমেদসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ গণ সমাবেশ স্থলের প্রস্তুতি পরিদর্শন করেছেন।

    বিজ্ঞাপন

    জানা গেছে, তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমিনুল হক, যুগ্ন-আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, এম কফিল উদ্দিন, আখতার হোসেন ও আফাজ উদ্দিন, দক্ষিণখান থানা বিএনপির আহবায়ক হেলাল তালুকদার, স্বেচ্ছাসেবক দল নেতা জামিল হোসেন, যুবদল নেতা শিমুল আহমেদসহ ঢাকা-১৮ আসনের সকল থানার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ওই এলাকা দেখভাল করছেন।

    এদিকে, ১৭ বছরের বেশি সময় পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন তারেক রহমান। তার প্রত্যাবর্তন ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে যেমন উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে, তেমনি নিরাপত্তা নিয়ে বিভিন্ন মহলে প্রকাশ পাচ্ছে শঙ্কা বাড়ছে উদ্বেগ। দলীয় সূত্রগুলো বলছে, নিরাপত্তার ব্যবস্থার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

    তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের যে কোনো নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, তারেক রহমানকে পুলিশ প্রটেকশন দেয়া হবে। এছাড়া আরও নানামুখী ব্যবস্থা থাকবে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম বলেন, বিমানবন্দর থেকেই এই নিরাপত্তা ব্যবস্থার সূচনা হবে।

    আরও জানা গেছে, দেশে ফেরার পর তারেক রহমান এক জায়গা থেকে আরেক জায়গায় গমনাগমনের সময় পাবেন পুলিশ প্রটেকশনসহ বিশেষ নিরাপত্তা। এছাড়া তারেক রহমানের বাসভবন ও অফিসেও থাকবে কয়েক স্তরের নিরাপত্তা। নিরাপত্তা ছাড়পত্র ছাড়া কাউকে তার ধারেকাছে ভিড়তে দেবে না পুলিশ। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও ছদ্মবেশে গোয়েন্দারা তারেক রহমানের নিরাপত্তার দিকটি দেখভাল করবেন।

    অপরদিকে, তারেক রহমান দেশে ফেরার পর সরাসরি হাসপাতালে যাবেন নাকি বাসায় যাবেন এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো পুলিশকে কিছুই জানানো হয়নি। এ কারণে হাসপাতাল ও বাসা দুটি রুট ঘিরেই নিরাপত্তা এবং ট্রাফিক পরিকল্পনা সাজানো হচ্ছে। দেশে ফেরার আগের রাতেই এই দুই রুট ঘিরে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেয়া রয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:08 AM টিভিতে আজকের খেলা (১৬ জানুয়ারি, ২০২৬) 7:47 AM খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী আজ 7:39 AM আজ ফের মাঠে ফিরছে বিপিএল 7:33 AM গাজায় যুদ্ধবিরতিতেও থামছে না ইসরায়েলি হামলা 7:54 PM যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ 7:17 PM সিইসি-বিএনপি বৈঠক: ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে আলোচনা 6:56 PM মন গলেনি ক্রিকেটারদের! অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল 6:55 PM মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র 6:29 PM জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা 6:17 PM ২১ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু