
প্রতিনিধি 2 December 2025 , 8:40:29 প্রিন্ট সংস্করণ

কয়েক সপ্তাহ ধরে শারীরিক অব্স্থা নিয়ে চলা তীব্র গুঞ্জনের পর, অবশেষে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী-কারাবন্দী ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি পেয়েছে তার পরিবার। দুর্নীতির মামলায় রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী ইমরানের সঙ্গে তার বোন ডা. উজমা খানকে সাক্ষাতের অনুমতি দিয়েছে দেশটির সরকার।
মঙ্গলবার (২ ডিসেম্বর) ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান-তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাদের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, কারাবন্দী ইমরান খানের সঙ্গে তার বোন উজমা খানের সাক্ষাতের অনুমতি মিলেছে।

উল্লেখ্য, ৭২ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। ২০২২ সালে দেশটির সংসদে অনাস্থা ভোটে পদচ্যুত হওয়ার পর একের পর এক মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। যদিও ইমরান খান দাবি করেছেন তার বিরুদ্ধে দায়ের করা সব মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।
অপরদিকে, কূটনৈতিক নথি ফাঁসের অভিযোগে ১০ বছরের কারাদণ্ড এবং আল-কাদির ট্রাস্ট সংক্রান্ত পৃথক দুর্নীতির মামলায় ১৪ বছরের সাজা হয়েছে। প্রসিকিউটরদের দাবি, এই ট্রাস্টের নাম ব্যবহার করে অবৈধভাবে ভূমি বরাদ্দ নিয়েছেন ইমরান খান।
যদিও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বলছে, এসব মামলা তাকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখার উদ্দেশ্যে করা হয়েছে। এ বিষয়ে গত মাসে ইমরান খানের ৩ বোন নোরীন নিয়াজি, আলিমা খান এবং উজমা খান-ভাইয়ের সঙ্গে দেখা করতে চাওয়ায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ করেন।
এরপরই ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে দলের নেতাকর্মী ও পরিবারের সদস্যদের উদ্বেগ তৈরি হয়। এমনকি দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমরান খান কারাগারে মারা গেছেন বলে গুজব ছড়িয়ে পড়ে। গত টানা ২৫ দিন ধরে ইমরান খানের সঙ্গে কারও সাক্ষাতের অনুমতি মেলেনি।