• বিনোদন

    কলকাতায় একসঙ্গে চঞ্চল-ফারিণ

      প্রতিনিধি 26 October 2025 , 12:25:28 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    কলকাতায় একসঙ্গে দেখা গেল ঢালিউডের জনপ্রিয় দুই তারকা চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিণকে। টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিকের আমন্ত্রণে তারা উপস্থিত ছিলেন ‘স্বার্থপর’ ছবির বিশেষ প্রদর্শনীতে।

    বর্তমানে ব্রাত্য বসুর পরিচালনায় ‘শিকড়’ ছবির শুটিং করছেন চঞ্চল চৌধুরী। অন্যদিকে, তাসনিয়া ফারিণও রয়েছেন নতুন একটি প্রজেক্টের প্রস্তুতিতে। অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ ছবির মাধ্যমে টলিউডে অভিষেক হয়েছিল তার। এরই মধ্যে দুজনের কলকাতায় উপস্থিতি নিয়ে স্বাভাবিকভাবেই তৈরি হয় নানা জল্পনা।

    এই দুই তারকাকে একসঙ্গে দেখা যাওয়ার কারণ জানতে চাইলে হাসিমুখে চঞ্চল চৌধুরী বলেন, ‘আসলে পুরোটাই কাকতালীয়। আমি জানতাম না ফারিণ এখানে আছে, সেও জানত না আমি এসেছি। আমি টোনিদার (পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী) সঙ্গে মিটিংয়ের জন্য এসেছিলাম, তাসনিয়াও একই কারণে এসেছে। পরে দেখা হয়ে গেল, বেশ মজার এক কাকতালীয় ঘটনা।

    বিজ্ঞাপন

    তাহলে কি অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় এবার একসঙ্গে দেখা যাবে চঞ্চল ও ফারিণকে? এ প্রশ্নে দুজনেই হাসিমুখে বলেন, ‘এখনও কিছু চূড়ান্ত হয়নি। তবে কথা চলছে। আশা করি একসঙ্গে কাজ করব।’

    চঞ্চল আরও বলেন, ‘টোনিদার সঙ্গে আজ আমরা ব্রাঞ্চ করেছি, আসলে সকলেই দেরি করে ঘুম থেকে উঠি। তাই ব্রেকফাস্ট এবং লাঞ্চ দুটোই একসঙ্গে করেছি, নানা বিষয়ে গল্প হয়েছে। তিনিই আমাদের এখানে আসতে বলেছেন, কোয়েলও আমন্ত্রণ জানিয়েছিলেন। এখন ‘স্বার্থপর’ ছবিটা দেখার অপেক্ষায় আছি।’

    যদিও তারা মুখে কিছু বলেননি, তবু অনেকে মনে করছেন, একই পরিচালকের সঙ্গে একসময় ও একই শহরে দেখা হওয়া নিছক কাকতাল নয়। টলিপাড়ায় গুঞ্জন, অনিরুদ্ধ রায় চৌধুরীর পরবর্তী ছবিতেই একসঙ্গে দেখা যেতে পারে বাংলাদেশের এই দুই তারকাকে।

    উল্লেখ্য, অনিরুদ্ধ রায় চৌধুরী সম্প্রতি ‘ডিয়ার মা’ ছবিতে কাজ করেছেন জয়া আহসানের সঙ্গে। এর আগে তিনি সম্পর্কভিত্তিক নানা বিষয় নিয়ে একাধিক প্রশংসিত ছবি উপহার দিয়েছেন। তাই এবার চঞ্চল–ফারিণ জুটিকে তার ছবিতে দেখা গেলে তা হবে দুই বাংলার দর্শকদের জন্য বড় চমক।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:39 PM গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে বিএনপি: নজরুল ইসলাম খান 7:01 PM মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ 6:41 PM জাতীয় সংসদ নির্বাচন: চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন 6:40 PM আফগানিস্তানের দায়িত্ব নিতে বিপিএল ছাড়লেন ঢাকার কোচ 6:21 PM ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২ হাজার 6:01 PM আইসিসির সাথে ভিডিও কনফারেন্স বিসিবির, যে সিদ্ধান্ত জানালো বোর্ড 5:58 PM জেনে নিন-মটরশুঁটি খাওয়ার উপকারিতা 5:47 PM ‘স্বপ্নের’ প্রাসাদ বিক্রি করছেন রোনালদো 5:31 PM বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চাকরি 5:22 PM ২৪ ব্যবসায়ীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ