রাজনীতি

নুরের ওপর হামলা উদ্দেশ্যমূলক, দ্রুত বিদেশে পাঠাতে হবে : মির্জা আব্বাস

  প্রতিনিধি 6 September 2025 , 5:19:19 প্রিন্ট সংস্করণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলাকে উদ্দেশ্যমূলক দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, নুরের ওপর গুরুতর শারীরিক জখমের কারণে সরকারকে দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরুল হক নুরকে দেখতে গিয়ে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।

মির্জা আব্বাস বলেন, আমি বিদেশে থাকাকালীন নুরের ওপর হামলার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছিলাম। এখানে এসে যা জানলাম এবং যা দেখলাম, তাতে মনে হচ্ছে হামলাটা খুবই উদ্দেশ্যমূলক। এটা সাধারণ মারামারি নয়, বরং নৃশংস ও অমানবিক আঘাত। মাথা ও মুখের ওপর এমন হামলার পেছনে বড় ধরনের পরিকল্পনা ছিল কি না, সেটার তদন্ত হওয়া দরকার। কারা, কেন এ হামলা করেছে এবং এর উদ্দেশ্য কী তা বের করতে হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সরকার বলেছে নুরকে বিদেশে পাঠাবে, এটা ভালো খবর। কিন্তু দেরি করা ঠিক হচ্ছে না। এ ধরনের ঘটনায় বিশেষ ব্যবস্থায় দ্রুত বিদেশে পাঠানোর ব্যবস্থা করা উচিত ছিল। প্রতিদিন দেরি হলে ক্ষতির সম্ভাবনা বাড়বে। নুর এখন প্রচুর অ্যান্টিবায়োটিক নিচ্ছে কিন্তু দীর্ঘদিন তা চালানো সম্ভব নয়।

চিকিৎসার বিষয়ে সুনির্দিষ্ট মত দিয়ে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, শুধু বিদেশে পাঠালেই হবে না। চিকিৎসকরা যেসব স্থানে আঘাত পেয়েছেন তা শনাক্ত করেছেন। এখন কোন দেশে এর সর্বোত্তম চিকিৎসা সম্ভব, সেখানে পাঠানো উচিত। আমার মতে, জার্মানিতে পাঠানো সবচেয়ে ভালো হবে। সিঙ্গাপুর বা ব্যাংককে এ ধরনের ট্রিটমেন্ট তেমন মানসম্মত হবে না। সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।

নুরকে সুস্থ হয়ে আবার জনগণের মাঝে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করে মির্জা আব্বাস বলেন, দেশের জন্য নুর অনেক কাজ করেছে। আল্লাহ তাকে সুস্থ করে তুলুন, যাতে সে আবার দেশের কাজে নিয়োজিত হতে পারে। সরকারকে বলব, কেবল বিদেশে পাঠানো নয়, বরং সঠিক দেশে, সঠিক চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ 12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান! 11:57 AM উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক 11:46 AM ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা 11:09 AM তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা 10:59 AM মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন 9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি