খেলা

ওয়ানডে ইতিহাসে বিশ্বরেকর্ড গড়ল ওয়েস্ট ইন্ডিজ

  প্রতিনিধি 21 October 2025 , 5:25:50 প্রিন্ট সংস্করণ

ওয়েস্ট ইন্ডিজ দল । ছবি : সংগৃহীত
ওয়েস্ট ইন্ডিজ দল । ছবি : সংগৃহীত
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

ওয়ানডে ক্রিকেটের সুদীর্ঘ ৫৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এক ইনিংসে পূর্ণাঙ্গ ৫০ ওভার স্পিনার দিয়ে বোলিং করানোর ঐতিহাসিক রেকর্ড গড়ল ওয়েস্ট ইন্ডিজ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের অতিরিক্ত স্পিন সহায়ক উইকেটের সুবিধা নিয়ে সফরকারী দল আজ (মঙ্গলবার) বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে এই বিরল কীর্তি গড়েছে। ১৯৭১ সাল থেকে শুরু হওয়া আন্তর্জাতিক ওয়ানডেতে আর কোনো দল কখনও ৫০ ওভার স্পিনার ব্যবহার করেনি।

বিজ্ঞাপন

এত দিন ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ স্পিন বোলিংয়ের রেকর্ডটি ছিল শ্রীলঙ্কার দখলে। ১৯৯৬ সালে ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবং ১৯৯৮ সালে কলম্বোতে নিউ জিল্যান্ডের বিপক্ষে লঙ্কানরা ৪৪ ওভার স্পিনার দিয়ে বোলিং করিয়েছিল। সেই রেকর্ড ভেঙে আজ গুদাকেশ মোতি, আকিল হোসেন, খ্যারি পিয়েরে, রস্টোন চেজ ও আলিক আথানেজ—এই পাঁচ স্পিনারকে দিয়ে পুরো ৫০ ওভার বোলিং করিয়ে বিশ্বরেকর্ড গড়েছে ক্যারিবীয়রা। এই রেকর্ডটি আর কারও পক্ষে এককভাবে ভাঙা সম্ভব হবে না, বড় জোর কোনো দল ভবিষ্যতে এই রেকর্ডে ভাগ বসাতে পারবে।

বাংলাদেশের মাঠে ইনিংসে সবচেয়ে বেশি স্পিন বোলিং করার পুরোনো রেকর্ডটিও ভেঙে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এবং ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ ৪০ ওভার স্পিনার ব্যবহার করেছিল। সেই রেকর্ড ভেঙে ক্যারিবীয়রা আজ পুরো ৫০ ওভার স্পিনার দিয়ে বল করিয়েছে।

এই ঐতিহাসিক রেকর্ডের দিনে নজর কেড়েছেন অফ স্পিনার আলিক আথানেজ। ক্যারিয়ারের প্রথম ১৪ ম্যাচে সব মিলিয়ে মাত্র ৪ ওভার বোলিং করা আথানেজ, আজ ১৫তম ম্যাচে এসে পূর্ণ ১০ ওভার বল করেছেন। তিনি ৩টি মেডেনসহ মাত্র ১৪ রান খরচ করে ২ উইকেট শিকার করেছেন।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে পুরো ১০ ওভার বল করে এর চেয়ে কম রান খরচের রেকর্ড আছে কেবল আথানেজের পূর্বসূরি ইয়ান ব্র্যাডশর। ২০০৪ সালে বাঁহাতি এই পেসার বাংলাদেশের বিপক্ষে ১০ ওভারে মাত্র ১১ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি 8:42 AM জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ কর্মসূচি আজ 8:37 AM মধ্যরাতে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ 12:13 AM হাড্ডাহাড্ডি লড়াইয়ে বার্সাকে হারাল রিয়াল 12:07 AM আফগান সীমান্তে তুমুল সংঘর্ষ, পাকিস্তানি পাঁচ সেনাসহ নিহত ৩০ 9:56 PM মৃত্যুর আগে জীবন থেকে পালাতে চাওয়া কালামের ফেসবুক পোস্ট 8:43 PM নভেম্বরে শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা: মাহফুজ আলম 8:23 PM নারী বিশ্বকাপ: বৃষ্টির কারণে বন্ধ বাংলাদেশ-ভারত ম্যাচ