অপরাধ

ভ্যানের ওপর গৃহবধূর মরদেহ রেখে পালালেন শ্বশুরবাড়ির লোকজন

  প্রতিনিধি 7 October 2025 , 11:54:27 প্রিন্ট সংস্করণ

নড়াইল লোহাগড়া থানা
নড়াইল লোহাগড়া থানা
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

নড়াইলের লোহাগড়ায় জান্নাতি খানম অন্তু (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে স্বামী সাজ্জাদ মোল্যা (৩২) ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যার দিকে চর-শালনগর গ্রামে শ্বশুরবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে লোহাগড়া থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম।

নিহত জান্নাতি খানম অন্তু শালনগর ইউনিয়নের চর-শালনগর গ্রামের দাউদ মোল্যার ছেলে সাজ্জাদ মোল্যার স্ত্রী এবং রঘুনাথপুর গ্রামের মিটুল মোল্যার মেয়ে।

বিজ্ঞাপন

স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, প্রায় চার মাস আগে সাজ্জাদের সঙ্গে অন্তুর বিয়ে হয়। তবে সাজ্জাদ এর আগেও একবার বিয়ে করেছিলেন। সেই তথ্য গোপন রাখেন। গত বৃহস্পতিবার দুর্গাপূজা উপলক্ষে অন্তু বাবার বাড়ি রঘুনাথপুরে যান। সোমবার দুপুরে সাজ্জাদ ও তার পরিবার অটোভ্যানে করে তাকে আবার নিয়ে আসে।

বেলা দেড়টার দিকে সাজ্জাদের ছোটভাই অন্তুর ভাই সাব্বিরকে ফোন দিয়ে জানায়, অন্তু স্ট্রোক করেছে। তাদের লোহাগড়া হাসপাতালে যেতে বলা হয়। কিন্তু হাসপাতালে খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি।

পরে বিকালে শ্বশুরবাড়ি গিয়ে পরিবারের লোকজন দেখতে পান, একটি ভ্যানের ওপর পড়ে আছে অন্তুর নিথর দেহ। গলায় ছিল আঘাতের চিহ্ন। পরে পুলিশে খবর দিলে সন্ধ্যায় লোহাগড়া থানার একটি দল মরদেহ উদ্ধার করে থানায় নেয়।

নিহতের পরিবার দাবি করেছে, সাজ্জাদ ও তার পরিবারের সদস্যরা মিলে অন্তুকে শ্বাসরোধে হত্যা করে পালিয়েছে। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

ওসি শরিফুল ইসলাম বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান! 11:57 AM উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক 11:46 AM ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা 11:09 AM তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা 10:59 AM মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন 9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি 8:42 AM জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ কর্মসূচি আজ