প্রতিনিধি 28 September 2025 , 4:46:54 প্রিন্ট সংস্করণ

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কারাক জেলায় শনিবার গোয়েন্দা তথ্য-ভিত্তিক অভিযানের সময় পাকিস্তানি নিরাপত্তা বাহিনী নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এর সাথে যুক্ত ১৭ জনকে হত্যা করেছে বলে জানা গেছে। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, যে কারাকের দর্শাখেল এলাকার শাহ সেলিম থানায়- ওই অভিযানে নিহত এক বাংলাদেশিও ছিলেন।
তার কাছ থেকে একটি বাংলাদেশি পরিচয়পত্র, মুদ্রা এবং ব্যক্তিগত জিনিসপত্র উদ্ধারের পর, কর্মকর্তারা এই পরিচয় সনাক্ত করেন। তবে, কারাকে নিহতদের জঙ্গি সম্পৃক্ততা ও বিদেশী সংযোগ রয়েছে বলে দাবি করেছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী।

বাংলাদেশিদের সাথে জড়িত পূর্ববর্তী ঘটনা: কর্তৃপক্ষের মতে, পূর্ববর্তী সংঘর্ষে দুই বা তিনজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। ধর্মীয় প্রচারের অজুহাতে এই ব্যক্তিরা আফগানিস্তানে ভ্রমণ করেছিলেন বলে জানা গেছে কিন্তু পরে চরমপন্থী জঙ্গি নেটওয়ার্কের অংশ হয়ে ওঠেন।
এর আগে টিটিপির মোল্লা নাজির গ্রুপের সাথে যুক্ত জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে গোপন সংবাদের ভিত্তিতে দারশাখেলে এলাকায় শুক্রবার নিরাপত্তা বাহিনী কয়েক ঘন্টা ধরে অভিযান চালায় এবং ডিপিও-শাহবাজ এলাহি ১৭ জন খাওয়ারিজ নিহত এবং ৩ জন কর্মী সামান্য আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন, বলেছেন যে এলাকাটি পরিষ্কার করার সাথে সাথে অভিযানও অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, দুই দিন ধরে অভিযানটি চলে যখন বাহিনী একটি কঠিন পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের ঘিরে ফেলে। এই অভিযানে বেশ কয়েক ঘন্টা তীব্র সংঘর্ষ হয়, ক্যাডারদের নিষ্ক্রিয় করার আগ পর্যন্ত। নিরাপত্তা সূত্রের মতে, পাকিস্তান সেনাবাহিনী, স্পেশাল সার্ভিসেস গ্রুপ (এসএসজি) এবং কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) যৌথভাবে এই অভিযানে অংশ নেয়।