• অপরাধ

    ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১৬৭ মামলা

      প্রতিনিধি 18 January 2026 , 3:37:14 প্রিন্ট সংস্করণ

    ছবি-সংগৃহীত।
    ছবি-সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২১৬৭ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

    ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১২ টি বাস, ৩ টি কাভার্ডভ্যান, ১৫ টি সিএনজি ও ৩৭ টি মোটরসাইকেলসহ মোট ১০১ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৪ টি বাস, ২ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ১৬ টি সিএনজি ও ৬৭ টি মোটরসাইকেলসহ মোট ১০৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১২ টি বাস, ১ টি ট্রাক, ১০ টি ক্যাভার্ড ভ্যান, ৩২ টি সিএনজি ও ১২৩ টি মোটরসাইকেলসহ মোট ২০৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪১ টি বাস, ৪৭ টি ট্রাক, ৯৩ টি কাভার্ডভ্যান, ৬১ টি সিএনজি ও ২১৮ টি মোটরসাইকেলসহ মোট ৫৯৩ টি মামলা হয়েছে।

    বিজ্ঞাপন

    অন্যদিকে ট্রাফিক-তেজঁগাও বিভাগে ৬ টি বাস, ৫ টি কাভার্ডভ্যান, ১৭ টি সিএনজি ও ৯৪ টি মোটরসাইকেলসহ মোট ১৫১ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৪০ টি বাস, ২২ টি ট্রাক, ২৪ টি কাভার্ডভ্যান, ৭৯ টি সিএনজি ও ৪০৮ টি মোটরসাইকেলসহ মোট ৬৮৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১১ টি বাস, ৬ টি ট্রাক, ৩ টি ক্যাভার্ডর্ভ্যান, ২২ সিএনজি ও ৬৭ টি মোটরসাইকেলসহ মোট ১৫৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৮ টি বাস, ৩টি কাভার্ডভ্যান, ১৪ টি সিএনজি ও ৭৬ টি মোটরসাইকেলসহ মোট ১৬৫ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৫৩ টি গাড়ি ডাম্পিং ও ১৭৫ টি গাড়ি রেকার করা হয়েছে।

    শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

    ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:37 PM ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১৬৭ মামলা 3:31 PM ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ, অনলাইনে আবেদন 3:23 PM নারকেল কোরানোর ৩ সহজ কৌশল 3:18 PM ইসাখিলের সেঞ্চুরিতে নোয়াখালীর লড়াকু পুঁজি 3:07 PM আজকের মুদ্রার রেট 2:10 PM “জুলাই যোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মতো আলাদা মন্ত্রণালয় গঠন করা হবে” 1:56 PM লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা 1:44 PM নির্বাচন কমিশন ঘেরাও ছাত্রদলের 11:45 AM বাংলাদেশের প্রস্তাবে অবস্থান স্পষ্ট করেছে আয়ারল্যান্ড 11:29 AM নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান