
প্রতিনিধি 17 January 2026 , 7:11:15 প্রিন্ট সংস্করণ

‘আমাদের স্বাধীনতা নিয়ে যারা বিরূপ কথা বলে, তাদের সঙ্গে চলতে চান না’ বলে জানিয়েছেন, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচার মেলা মিলনায়তনে-মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘যে নির্বাচন আসন্ন, এই নির্বাচনটা কিন্তু একটা বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন। এই নির্বাচন বানচাল করার জন্য সেই স্বাধীনতাবিরোধী শক্তি আবার উঠে-পড়ে লেগেছে’।
তিনি বলেন, ‘কথা বলার অধিকারের জন্য আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ বিএনপির সর্বস্তরের কর্মীরা ১৭টা বছর রাস্তায় আন্দোলন করেছি। আমরা মিছিল করেছি, আমরা জেলে গিয়েছি। এখন অনেকেই সেই কথা স্বীকার করতে চান না। ওনারা মনে করেন যে একদিনেই, এক মাসেই এই স্বাধীনতা অর্জন হয়েছে’।