
প্রতিনিধি 2 January 2026 , 6:43:14 প্রিন্ট সংস্করণ

নাজনীন নীহার অভিনয় ক্যারিয়ার অল্প সময়ের। তবুও দর্শকদের মনোযোগে খুব একটা সময় লাগেনি। তাই নির্মাতারা নতুন সব গল্প ও চরিত্রের মধ্য দিয়ে এই অভিনেত্রীকে পর্দায় তুলে ধরছেন।
যার সুবাদে গত বছর-মেঘবালিকা, চুপকথা, উইশ কার্ড, মিথ্যা প্রেমের গল্প, সহযাত্রী’সহ আরও বেশ কিছু নাটকে অভিনয় করে দর্শক প্রশংসা কুড়িয়েছেন-ছোট পর্দার এই তারকা।

দর্শক প্রত্যাশা পূরণে এবার তাই ইউটিউবে উন্মুক্ত করা হচ্ছে এই অভিনেত্রীর একক নাটক ‘অ্যারেঞ্জ ম্যারেজ’। এটি নির্মাণ করেছেন আলোচিত পরিচালক শিহাব শাহীন। গল্প এবং চিত্রনাট্যও লিখেছেন এই নির্মাতা নিজে।
নাটকে নীহার বিপরীতে আছেন অভিনেতা তৌসিফ মাহবুব। পাশাপাশি বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন-শতাব্দী ওয়াদুদ, মাসুম রেজওয়ান ও আয়েশা লাবণ্য প্রমুখ।
অপরদিকে, ২০২৬ সালকে বরণ করে নিতে প্রযোজনা প্রতিষ্ঠান-সিএমভি তাদের ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি দিচ্ছে।