• বিনোদন

    ২০ বছরের ছোট নায়িকার সঙ্গে রোমান্স

      প্রতিনিধি 19 November 2025 , 12:43:24 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ২০ বছরের ছোট তরুণীর সঙ্গে এরকম দৃশ্যে দেখে হতাশ হয়েছেন নেটিজেনরা। তবে কেউ কেউ বলছেন পর্দায় চরিত্রের জন্য এটা হতেই পারে।

    পর্দায় তাদের প্রেমের দৃশ্য নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন রণবীর সিং। অনেকেই প্রশ্ন তুলেছেন, ‘হাঁটুর বয়সী নায়িকাদের সঙ্গে জুটি বাঁধা কি বলিউডে অভ্যাস হয়ে দাঁড়িয়েছে?’। অবশেষে এক অনুষ্ঠানে তিনি নিজেই এই বিষয়ে মুখ খুলেছেন।

    বিজ্ঞাপন

    ঘনিষ্ঠ দৃশ্যে সারা অর্জুনের সঙ্গে অভিনয় করা প্রসঙ্গে রণবীর বলেন, ‘এই ছবিতে সারা প্রকাণ্ড চরিত্র। কিছু মানুষ এমনই হয়, বাচ্চা হলেও তারা প্রকাণ্ড।’ পর্দায় তাদের প্রেমের দৃশ্যে দর্শকদের মাতোয়ারা হতে দেখা যাবে।

    এই ধরনের দৃশ্যে সারা অর্জুন কতটা সাবলীল, সেই প্রসঙ্গে রণবীর হলিউড অভিনেত্রী ডাকোটা ফ্যানিংয়ের সঙ্গে সারাকে তুলনা করে বলেন, ‘সে যেন এটা করার জন্যই জন্মেছে। তার অভিনয় দেখলে মনে হবে, এর আগে সে ৫০টি ছবিতে অভিনয় করে ফেলেছে।’

    রণবীর আরও বলেন, ‘মানুষ ও শিল্পী হিসেবে সে খুবই উঁচু মানের। আমি যে অসাধারণ অভিনেতাদের সঙ্গে কাজ করেছি, তাদের মধ্যে সে একজন। তার জন্য আমাকেও দেখতে ভালো লেগেছে।’ প্রসঙ্গত, দক্ষিণী চলচ্চিত্র জগতে সারা অর্জুন সুপরিচিত নাম। একসময় শিশুশিল্পী হিসেবেও তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলেন। তিনি অভিনেতা জয় অর্জুনের মেয়ে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:15 PM মাসুম হত্যা মামলা: শেখ হাসিনাসহ ১৭০ জনের বিরুদ্ধে পরোয়ানা 8:01 PM ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা, আরব আমিরাতের 6:22 PM ইরানে হামলা হলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে পাল্টা হামলা হবে 6:15 PM মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফা: কৃত্রিমভাবে চলছে শ্বাস-প্রশ্বাস 6:14 PM আবারও গুরুত্বপূর্ণ ৩ সড়ক অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের 5:38 PM বিএনপি জুলাই সনদের প্রতিটি প্রস্তাব বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ: সালাহউদ্দিন আহমেদ 5:35 PM কাতারের বিমানঘাঁটি থেকে কর্মীদের সরে যাওয়ার পরামর্শ 4:53 PM লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট 4:09 PM ৮০০ কোটি আয় করা বিএসসিকে লাভ ধরে রাখার আহ্বান প্রধান উপদেষ্টার 4:05 PM ইরানে টানা ১৩২ ঘণ্টার বেশি সময় ধরে দেশজুড়ে ইন্টারনেট বন্ধ