প্রতিনিধি 9 September 2025 , 10:16:01 প্রিন্ট সংস্করণ
ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় জমায়েত হতে থাকে জামায়াত-শিবির ও বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ অবস্থায় সেখানে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন করা হয়েছে। সতর্ক অবস্থানে রয়েছে তারা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকেই এ পরিস্থিতি দেখা গেছে। সংশ্লিষ্ট এলাকায় সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে অর্থাৎ শাহবাগ, দোয়েল চত্বর, নিউমার্কেট, নীলক্ষেত এলাকায় অবস্থান নিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। রাত ৮টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেছেন, ফলাফল ঘিরে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে নীলক্ষেত এলাকায় বিএনপি এবং জামায়াতের দুই গ্রুপের নেতাকর্মী অবস্থান নিয়েছেন। এ ছাড়া, শাহবাগ মোড়, টিএসসি এলাকা ও দোয়েল চত্বর এলাকায় দুই দলের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে। এসব এলাকায় নেতাকর্মীরা অবস্থান নেয়ায় ক্যাম্পাস এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ ছাড়া বেশ কিছু উৎসুক জনতার উপস্থিতিও রয়েছে।
অপরদিকে, এরই মধ্যে ঢাকসু নির্বাচনে ভোট চুরির অভিযোগ তুলে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মিছিল করেন তারা। তবে শিবির সমর্থিত ভিপি প্রার্থীও বিভিন্ন অনিয়ম নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন।
তবে সারাদিন ভোট গ্রহণে কোনো বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষ হয়। বিকেল ৫টা থেকে ভোটগণনা শুরু হয়েছে। ঢাবি নির্বাচন কমিশন জানিয়েছে, রাত ১২টার আগেই ফলাফল প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এলইডি স্ক্রিনে সরাসরি ভোট গণনার কার্যক্রম দেখতে পারছেন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এবার ডাকসু নির্বাচনে গড়ে প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে। জহুরুল হক হলে ভোটার ১৯৬৩ জন, ৮৩.৪৩ শতাংশ । কাস্টিং ভোট ১৬৫৮টি। এস এম হলে ভোটার ৬৬৫ জন, কাস্টিং ৫৫২টি, ৮২.৯৩ শতাংশ, জগন্নাথ হলে ভোটার ২২২২ জন এবং কাস্টিং হয়েছে ১৮৩১টি, ৮২.৪৫ শতাংশ, রোকেয়া হলে মোট ভোটার ৫৬৭৬ জন এবং কাস্টিং ভোট ৩৯০৭টি, ৬৯ শতাংশ। মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন।