• খেলা

    পাঁচ বছরের জন্য ‘ঢাকা ক্যাপিটালস’র মালিক শাকিব খান

      প্রতিনিধি 5 November 2025 , 7:25:39 প্রিন্ট সংস্করণ

    মেগাস্টার শাকিব খান
    মেগাস্টার শাকিব খান
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)-এর গেল আসরে ঢাকা ক্যাপিটালসের মালিকানায় ছিলেন মেগাস্টার শাকিব খান। প্রথমবার অংশ নিয়ে দলটি শেষ হাসি হাসতে না পারলেও ব্যাপক আলোচনা তৈরি করেছিল। বিশেষ করে, গ্যালারিতে শাকিবের উপস্থিতি ক্রিকেট ও সিনেমাপ্রেমীদের মেলবন্ধন তৈরি করেছিল।

    সেবার বিপিএলে দলের মালিকানা নিয়ে নতুন অভিজ্ঞতা অর্জনের পর শাকিব খান প্রতিশ্রুতি দিয়েছিলেন, আগামীতে তার টিম আরও শক্তিশালী, আগ্রাসী এবং জয়ের জন্য আরও প্রস্তুত দেখতে পাবেন। ঢাকাই সিনেমার এই ‘কিং খান’ তার কথা রাখছেন।

    আগামী ১৯ ডিসেম্বর থেকে বিপিএল-এর ১২তম আসর শুরু হচ্ছে। এরই মধ্যে দলের মালিকানা ঘোষণা করেছে বিসিবি। টিম ঢাকা’র অংশ নেয়ার কথা শোনা গেলেও দলের মালিকানায় শাকিব খান থাকবেন কিনা তা নিয়ে সন্ধিহান ছিল!

    বিজ্ঞাপন

    তবে সব ধোঁয়াশা কাটিয়ে জানা গেল, এবারও ‘হট ফেভারিট’ লিস্টে আছে ঢাকা ক্যাপিটালস-এর মালিকানায় থাকছেন শাকিব খান, এবং তাদের কোম্পানি চ্যাম্পিয়ন স্পোর্টস।

    এ ব্যাপারে শাকিব খানের কোনো মন্তব্য পাওয়া না গেলেও একাধিক দায়িত্বশীল সূত্র খবরটি নিশ্চিত করেছে। পাশাপাশি বিসিবি সূত্র থেকে জানা যায়, আগামী পাঁচ বছরের জন্য ঢাকা ক্যাপিটালসের মালিকানায় থাকছেন শাকিব খান।

    গেল আসরে অংশ নিয়েছিল সাতটি দল। এবার দল কমে অংশ নিচ্ছে পাঁচটি, অংশগ্রহণকারী দলগুলো হলো: ঢাকা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট। বাদ পড়েছে খুলনা এবং বরিশাল।

    আসন্ন আসরে ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা পেয়েছে যেসব প্রতিষ্ঠান সেগুলো হচ্ছে, ঢাকা (চ্যাম্পিয়ন স্পোর্টস), রংপুর (টগি স্পোর্টস), চট্টগ্রাম (ট্রায়াঙ্গেল সার্ভিসেস), রাজশাহী (নাবিল গ্রুপ), সিলেট (ক্রিকেট উইথ সামি)। টুর্নামেন্টের আগে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর। ফাইনাল হবে ১৬ জানুয়ারি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:06 PM ৫ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত 11:26 AM সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া গণতন্ত্র অর্থহীন: অ্যাটর্নি জেনারেল 11:21 AM বছরের সবচেয়ে বড় চাঁদ দেখলো বিশ্ববাসী 11:06 AM ডিফেন্ডারকে লাথি মেরে নিষিদ্ধ সুয়ারেজ 9:25 AM আরেক ইসরায়েলি বন্দির মরদেহ ফেরত, গাজায় তীব্র মানবিক সংকট 12:04 AM অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মামলা, তদন্তে ডিবি 11:56 PM নির্বাচন বাধাগ্রস্ত করতেই এরশাদ উল্লাহর গণসংযোগে হামলা : ফখরুল 11:40 PM বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ: হামলাকারীদের বিচারের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার 8:14 PM বিচারপতি খুরশীদ আলমকে অপসারণ: প্রজ্ঞাপন জারি 7:42 PM শিক্ষা-সংস্কৃতি ও খেলাধুলার সমন্বয়ে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: আমিনুল হক