• খেলা

    রিয়ালকে দুঃস্বপ্ন উপহার দিলেন আর্জেন্টাইন ম্যাক-অ্যালিস্টার

      প্রতিনিধি 5 November 2025 , 8:57:00 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    অ্যানফিল্ডের আলোয় আবারও ফুটবল দেখল নাটকীয়তার চূড়া। থিবো কোর্তোয়ার হাত যেন ছিল অদৃশ্য প্রাচীর, তবু শেষ মুহূর্তে ভাঙল সেই দেয়াল। এক হেডে আর্জেন্টাইন জাদুকর অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার রিয়াল মাদ্রিদকে ডুবিয়ে দিলেন লাল ঢেউয়ের উল্লাসে—লিভারপুল পেল প্রতিশোধের এক অনন্য রাত।

    বড় ম্যাচ মানেই থিবো কোর্তোয়ার নামটা ভেসে ওঠে আলোচনায়। রিয়াল মাদ্রিদের এই বেলজিয়ান গোলরক্ষক আবারও দেখালেন কেন তাকে বলা হয় ‘বড় মঞ্চের খেলোয়াড়’। তবু দুর্ভাগ্য—অ্যানফিল্ডের গর্জনে এবার তার সব প্রতিরোধ ব্যর্থ হলো। লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে ম্যাচের ৫০ মিনিট পর্যন্ত কোর্তোয়ার নামের পাশে সেভ ৬টি! তবু শেষ রক্ষা হয়নি। ৬১ মিনিটে অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারের হেড রিয়াল মাদ্রিদ গোলকিপার আর ফেরাতে পারেননি। আর্জেন্টাইন মিডফিল্ডারের গোলেই শেষ পর্যন্ত রিয়ালকে ১-০ গোলে হারায় লিভারপুল।

    গোলের আগে ম্যাচটি ছিল আসলে কোর্তোয়া বনাম লিভারপুল। প্রথমার্ধেই চারটি দারুণ সেভ করেন। দুই অর্ধ মিলিয়ে লিভারপুল মিডফিল্ডার দমিনিক সোবোসলাইয়ের একাধিক শট ফেরান কোর্তোয়া। ম্যাচের শেষ দিকেও নিশ্চিত গোল বাঁচিয়েছেন।

    ৮৬ মিনিটে ডান প্রান্ত থেকে মোহাম্মদ সালাহর শট বক্সে পেয়ে যান ডাচ ফরোয়ার্ড কোডি গাকপো। খুব কাছ থেকে তাঁর শট প্রথমে ঠেকান কোর্তোয়া। ফিরতি বলে সালাহর শট ফেরান রিয়াল ডিফেন্ডার এদের মিলিতাও।

    বিজ্ঞাপন

    প্রথমার্ধেও রিয়ালের এমন একটি নিশ্চিত গোল হজম থেকে বাঁচিয়েছেন কোর্তোয়া। ২৭ মিনিটে লিভারপুলের অ্যাটাকিং মিডফিল্ডার ফ্লোরিয়ান ভির্টৎসের ক্রস রিয়ালের গোলপোস্টের সামনে পান সোবোসলাই। তাঁর শট অবিশ্বাস্য দক্ষতায় ডান পা দিয়ে ঠেকান কোর্তোয়া। প্রথমার্ধের শেষ দিকে লিভারপুলের গোলকিপার গিওর্গিও মামারদাশভিলির একবার পরীক্ষা নিতে পারে রিয়াল। বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে জুড বেলিংহামের শট পা দিয়ে ঠেকান।

    রিয়াল গোল হজম করেছে বেলিংহামের ভুলেই। ৬১ মিনিটে গ্রাভেনবার্চকে ফাউল করে হলুদ কার্ড দেখেন ইংল্যান্ড মিডফিল্ডার। ডান প্রান্তে ফ্রি কিক পায় লিভারপুল। সেখান থেকে সোবোসলাইয়ের মাপা শটে হেডে গোল করেন ম্যাক-অ্যালিস্টার।

    তবে প্রথমার্ধে পেনাল্টির দাবিও তুলেছিল লিভারপুল। ৩০ মিনিটে সোবোসলাইয়ের শট অঁরেলিয়ে চুয়ামেনির হাতের লাগে। তখন ফরাসি এই ডিফেন্সিভ মিডফিল্ডারের হাত বক্সের ভেতরে ছিল। মাঠের রেফারি ফ্রি কিকের বাঁশি বাজালে পেনাল্টির দাবি করে লিভারপুল। ভিএআর প্রযুক্তি নাকচ করে দেয়।

    অ্যানফিল্ডে ফেরাটা ভালো হলো না রিয়াল কোচ জাবি আলোনসো ও ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ডের জন্য। রিয়ালে যোগ দেওয়ার পর প্রথমবারের মতো আনফিল্ডে ফিরে গ্যালারির লাল অংশের দুয়ো শুনতে হয় ট্রেন্টকে। ৮১ মিনিটে আরদা গুলেরের বদলি হিসেবে নেমে ম্যাচেও তেমন প্রভাব ফেলতে পারেননি।

    রিয়ালের কেউই অবশ্য সেভাবে সফল হতে পারেননি। যদিও ৬১ শতাংশ বল ছিল তাদের দখলে। এর মধ্যে ৮টি শট নিয়ে রিয়াল পোস্টে রাখতে পেরেছে মাত্র ২টি। লিভারপুল ১৭টি শট নিয়ে রাখতে পেরেছে ৯টি শট। মৌসুমে এই প্রথমবারের মতো ম্যাচে গোল করতে পারল না রিয়াল।

    চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নস লিগ লিগ পর্বের টেবিলে পাঁচে রিয়াল। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে ছয়ে লিভারপুল। গোল ব্যবধানে ইংলিশ ক্লাবটির চেয়ে এগিয়ে আলোনসোর দল।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:44 AM রিয়ালকে কাঁদিয়ে সুপার কাপ জিতলো বার্সা 11:40 AM সন্ধ্যায় ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত 11:06 AM বনশ্রীতে স্কুলছাত্রী খুনের ঘটনায় রেস্তোরাঁকর্মী মিলন গ্রেপ্তার 11:04 AM বিক্ষোভ-সহিংসতায় জ্বলছে ইরান, বাড়ছে প্রাণহানি 11:01 AM ইসিতে তৃতীয় দিনের আপিল শুনানি চলছে 11:52 PM নির্বাচনের আগে একের পর এক হত্যাকাণ্ড, বাড়ছে আতঙ্ক ও উদ্বেগ 10:06 PM নির্বাচনের পর কী করবেন প্রধান উপদেষ্টা, জানাল প্রেস উইং 9:52 PM বাবার হোটেলের কর্মচারী মিলনের হাতেই খুন হন শিক্ষার্থী নিলি 8:10 PM শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ: ঢাকা বিভাগীয় কমিশনার 7:52 PM মিয়ানমার থেকে আসা গুলিতে আহত শিশু’র অবস্থা আশঙ্কাজনক