প্রতিনিধি 26 October 2025 , 8:23:53 প্রিন্ট সংস্করণ

মুম্বাইয়ে বাংলাদেশ-ভারত ম্যাচ শুরু হওয়ার কথা বেলা সাড়ে ৩ টায়। কিন্তু সেই ম্যাচে প্রথম বল মাঠে গড়িয়েছে বিকেল সাড়ে ৫টায়। বৃষ্টির কারণে প্রতি ইনিংসের দৈর্ঘ্য কমিয়ে আনা হয়েছে ৪৩ ওভারে। বাংলাদেশ দল ১২ দশমিক ২ ওভারে ২ উইকেটে ৩৯ রান করার পর আবার নেমেছে বৃষ্টি। তাই আপাতত খেলা বন্ধ।

অপরদিকে, ভারত-শ্রীলঙ্কা যৌথ আয়োজনে চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে বৃষ্টি নিয়মিতই দাপট দেখাচ্ছে। রোববার (২৬ অক্টোবর) বাংলাদেশ-ভারতের ম্যাচটি দিয়ে বিশ্বকাপের প্রথম পর্ব শেষ হচ্ছে। এই পর্বে ২৮ ম্যাচের মধ্যে ১০টিই বৃষ্টির কবলে পড়েছে। ৭টি ম্যাচের ভেন্যু আবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম। যে ৫ ম্যাচ পরিত্যক্ত হয়েছে, সব কটিরই ভেন্যু ছিল এই প্রেমাদাসা স্টেডিয়াম।
বৃষ্টিতে সবচেয়ে বেশি ভোগা দলগুলোর একটি নিউজিল্যান্ড। কিউই মেয়েদের দুটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে, একটি ম্যাচে ফল এসেছে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে পণ্ড হওয়া ম্যাচ দুটিতে কাগজে-কলমে নিউজিল্যান্ডই ছিল স্পষ্ট ফেবারিট। ম্যাচ দুটি জিততে পারলে ভারতের জায়গায় হয়তো তাদেরকেই সেমিফাইনালে দেখা যেত।
সব মিলিয়ে এবারের বিশ্বকাপের সূচি নিয়ে হতাশ এবং কিছুটা বিরক্ত নিউজিল্যান্ড অধিনায়ক সোফি ডিভাইন। মৌসুমি বায়ুর প্রভাবে নিয়মিত বৃষ্টি হতে পারে জেনেও আইসিসি সেসব শহরকে ভেন্যু হিসেবে বেছে নেয়ায় ভবিষ্যতে আবহাওয়ার পূর্বাভাস দেখে সূচি তৈরি আহ্বান জানিয়েছেন সোফি।