খেলা

ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

  প্রতিনিধি 26 October 2025 , 10:55:30 প্রিন্ট সংস্করণ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

জয় দিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর শেষ করতে চায় বাংলাদেশ। এই লক্ষ্য নিয়ে লিগ পর্বে নিজেদের সপ্তম ও শেষ ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে টাইগ্রেসরা। আগেই সেমিফাইনাল নিশ্চিত করা ভারতের লক্ষ্য নকআউট ম্যাচের আগে জয়ের ধারা অব্যাহত রাখা। রোববার (২৬ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।

দারুণভাবে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপে যাত্রা করেছিল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের জয় তুলে নেয় তারা। পাকিস্তানের বিপক্ষে জয়ের পর পথ হারায় বাংলাদেশ। টানা ৫ ম্যাচ হেরে সেমিফাইনালে খেলার স্বপ্ন ভঙ্গ হয় নিগার সুলতানার দলের।

বিজ্ঞাপন

ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে, নিউজিল্যান্ডের কাছে ১০০ রানে, দক্ষিণ আফ্রিকার কাছে ৩ উইকেটে, অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে এবং এবং সর্বশেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৭ রানে হেরে যায় বাংলাদেশ। এরমধ্যে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের সুযোগ ছিল জ্যোতিদের সামনে।

৬ ম্যাচ খেলে ১ জয় ও ৫ হারে ২ পয়েন্ট নিয়ে আট দলের টুর্নামেন্টে টেবিলের অষ্টম স্থানে আছে বাংলাদেশ। শেষ ম্যাচ জিতলে সপ্তম স্থানে থেকে বিশ্বকাপ শেষ করতে পারবে টাইগ্রেসরা। ৭ ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে আছে পাকিস্তান।

এমনকি, নিউজিল্যান্ড নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারলে, রান রেটে এগিয়ে থাকলে ষষ্ঠ স্থানে থেকে বিশ্বকাপ শেষ করার সুযোগ থাকবে বাংলাদেশের। কারণ ৬ ম্যাচে খেলে ৪ পয়েন্ট অর্জন করেছে কিউইরা।

ওয়ানডেতে এখন পর্যন্ত আটবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এরমধ্যে ১টি করে জয় ও টাই এবং ছয়টিতে হেরেছে বাংলাদেশ।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ 12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান! 11:57 AM উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক 11:46 AM ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা 11:09 AM তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা 10:59 AM মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন 9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি