খেলা

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন মরক্কো

  প্রতিনিধি 20 October 2025 , 9:24:00 প্রিন্ট সংস্করণ

বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

আর্জেন্টিনার শেষটা ভালো হলো না। অপরাজিত থেকে ফাইনালে উঠা দলটি শিরোপা নির্ধারণী ম্যাচে হারলো মরক্কোর কাছে। ২-০ গোলে জিতে অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের ট্রফি জিতলো মরক্কো।

চিলির সান্তিয়াগোয় আর্জেন্টিনা হেরেছে ইয়াসির জাবিরির জোড়া গোলে। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে তো বটেই, যেকোনো বয়সভিত্তিক বিশ্বকাপে মরক্কোর এটা প্রথম শিরোপা। তারা হলো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জেতা দ্বিতীয় আফ্রিকান দেশ। মহাদেশটির প্রথম দল হিসেবে ২০০৯ সালে এই শিরোপা জিতেছিল ঘানা।

বিজ্ঞাপন

ফাইনালের ২টিসহ টুর্নামেন্টে জাবিরি মোট গোল করেছেন ৫টি, যা যৌথভাবে সর্বোচ্চ। অন্য ৩টি গোলের দুটি গ্রুপপর্বে। তবে জাবিরির গোন্ডেন বুট জেতা হয়নি। তার জাবিরির মতো ৫টি করে গোল করেছেন কলম্বিয়ার নেইসার ভিল্লারিয়াল, ফ্রান্সের লুকাস মিকাল ও যুক্তরাষ্ট্রের বেঞ্জামিন ক্রেমাসকি। মেসির ইন্টার মায়ামি সতীর্থ ক্রেমাসকি ২টি অ্যাসিস্ট করায় পুরস্কারটি তার ঝুলিতেই গেছে। গোল্ডেন বল পুরস্কার ভাগিয়ে নিয়েছেন মরক্কোর ওথমান মাম্মা।

আর্জেন্টিনা প্রতিযোগিতাটির সর্বোচ্চ শিরোপা জেতা দল। সবশেষ ২০০৭ সালে চ্যাম্পিয়ন হওয়া দলটির ট্রফিসংখ্যা ৬টি। এবারের মতো রানার্সআপ হয়েছিল ১৯৮৩ সালের আসরে। এবার ফাইনালে উঠেছিল গ্রুপপর্বে ইতালি, অস্ট্রেলিয়া, কিউবা ও নকআউটে নাইজেরিয়া, মেক্সিকো ও কলম্বিয়াকে হারিয়ে।

মরক্কো ফাইনালে উঠেছিল গ্রুপপর্বে স্পেন, ব্রাজিল ও নকআউটে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সকে হারিয়ে। আর্জেন্টিনার বিপক্ষে ১২ মিনিটেই লিড নিয়ে নেয় তারা। ষষ্ঠ মিনিটে জাবিরির গোল ঠেকাতে সামনে এগিয়ে গিয়ে ফাউল করে বসেন আর্জেন্টিনার গোলরক্ষক সান্তিনো বারবি। রেফারি রিভিউ দেখে আর্জেন্টিনার গোলরক্ষককে হলুদ কার্ড দেন, মরক্কো পায় ফ্রি কিক। ১২ মিনিটে জাবিরি সেই ফ্রি কিক থেকেই দলকে এগিয়ে দেন। ম্যাচের দ্বিতীয় ও সবশেষ গোলটাও হয় প্রথমার্ধে। ডি বক্সের ডান প্রান্ত থেকে ২৯ মিনিটে মাম্মার তুলে দেওয়া বলে ভলি শটে জাল খুঁজে নেন জাবিরি।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
4:23 PM খুলনা জেলা স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন ফিজিওর মৃত্যু 4:18 PM ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু ভর্তি ৯৮৩ 4:01 PM জামালপুরে কাভার্ডভ্যান-ইজিবাইক সংর্ঘষে নিহত ৩, আহত ৭ 3:04 PM জাস্টিন ট্রুডো ও কেটি পেরির নতুন ভিডিও ভাইরাল 2:52 PM যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ভারতের ৫০ তরুণ 2:37 PM মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নির্ণয়ে হাইকোর্টে রিট 2:15 PM ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১ 1:56 PM ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করবে 1:42 PM বিসিবির চাকরি ছাড়লেন ফিটনেস ট্রেনার নাথান কেলি 1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫