খেলা

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও আর্জেন্টিনার উন্নতি

  প্রতিনিধি 18 October 2025 , 11:39:01 প্রিন্ট সংস্করণ

র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে আর্জেন্টিনা ও বাংলাদেশ
র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে আর্জেন্টিনা ও বাংলাদেশ
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা শুক্রবার পুরুষ ফুটবলের র‌্যাঙ্কিং হালনাগাদ করেছে। এতে এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। ১৮৪ থেকে ১৮৩তম অবস্থানে এসেছে হামজা-জামালরা। অক্টোবর ফিফা উইন্ডোতে বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের হোম এন্ড অ্যাওয়ে দু’টি ম্যাচ খেলেছে। ঘরের মাঠে ৩-৪ গোলের ব্যবধানে হারলেও অ্যাওয়ে ম্যাচে ১-১ গোলে ড্র করে লাল-সবুজের দল। হংকং বাংলাদেশের চেয়ে র‌্যাঙ্কিংয়ে ৩৮ ধাপ এগিয়ে। তাদের মাটিতে গিয়ে ড্র করায় বাংলাদেশের পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।

বিজ্ঞাপন

এর ইতিবাচক প্রভাব পড়েছে র‌্যাঙ্কিংয়েও। ২০২৫ সালে ফিফার সর্বশেষ উইন্ডো নভেম্বরে। ১৮ নভেম্বর ঢাকায় বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে। ওই ম্যাচের আগে বাফুফে চেষ্টা করছে আরেকটি প্রীতি ম্যাচ হোমে খেলার। ওই দুই ম্যাচে জিততে পারলে বাংলাদেশের র‌্যাঙ্কিংয়ে তার প্রভাব পরবে।

এদিকে, বিশ্ব র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। এ ছাড়া বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার এক ধাপ উন্নতি ও সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের এক ধাপ অবনতি হয়ে যথাক্রমে অবস্থান দ্বিতীয় ও তৃতীয়। এশিয়ার মধ্যে জাপানের অবস্থান সর্বোচ্চ (১৯)। ভারত দুই ধাপ নেমে ১৩৬ তম অবস্থানে আছে। বাংলাদেশের বিপক্ষে চার পয়েন্ট পেলেও হংকংয়ের দুই ধাপ অবনতি হয়ে ১৪৬ তম। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে থাকা আরেক দল সিঙ্গাপুর ভারতকে হারানোয় তিন ধাপ উপরে উঠে ১৫৫।

দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি এগিয়েছে শ্রীলঙ্কা। চারধাপ এগিয়ে দলটির অবস্থান এখন ১৯৩। চারধাপ নেপাল ও দুই ধাপ পিছিয়েছে মালদ্বীপ। দল দুটির অবস্থান যথাক্রমে ১৮০ ও ১৭৩তম স্থানে। দক্ষিন এশিয়ার বাকি দুই দেশ ভুটান ১৮৯ ও পাকিস্তান আছে ১৯৮তম স্থানে।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
4:18 PM ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু ভর্তি ৯৮৩ 4:01 PM জামালপুরে কাভার্ডভ্যান-ইজিবাইক সংর্ঘষে নিহত ৩, আহত ৭ 3:04 PM জাস্টিন ট্রুডো ও কেটি পেরির নতুন ভিডিও ভাইরাল 2:52 PM যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ভারতের ৫০ তরুণ 2:37 PM মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নির্ণয়ে হাইকোর্টে রিট 2:15 PM ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১ 1:56 PM ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করবে 1:42 PM বিসিবির চাকরি ছাড়লেন ফিটনেস ট্রেনার নাথান কেলি 1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ 12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস