প্রতিনিধি 4 September 2025 , 7:29:48 প্রিন্ট সংস্করণ
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা বিএনপি আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম।
অনুষ্ঠানে বক্তারা যুব সমাজের উদ্দেশে খেলাধুলার প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার অপরিহার্যতার কথা তুলে ধরেন।
ক্রীড়া অনুষ্ঠানে বক্তারা বিএনপি নির্বাচনে বিজয়ী হলে জগন্নাথপুরে একটি স্টেডিয়াম নির্মাণের অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহবায়ক আকতার হোসেন, সদস্য -সহ-দপ্তর মোঃ ইব্রাহিম খলিল, সদস্য ডাঃ একেএম রিয়াজ আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সহ- সাংগঠনিক তৌহিদুল ইসলাম টিটু, সদস্য মোস্তাফিজুর রহমান, রাজশাহী জেলার বাগমারা উপজেলা বিএনপির সদস্য সচিব কামাল হোসেন প্রমুখ।