• খেলা

    আইসিসির পদ হারাতে পারেন পিসিবি সভাপতি

      প্রতিনিধি 11 October 2025 , 7:10:53 প্রিন্ট সংস্করণ

    মহসিন নাকভি। ছবি : ক্রিকইনফো
    মহসিন নাকভি। ছবি : ক্রিকইনফো
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নিজেদের সিদ্ধান্তে দুই পক্ষই অনড়। তাই এশিয়া কাপ শেষ হওয়ার প্রায় দুই সপ্তাহ হলেও ট্রফি নিয়ে বিতর্ক থামেনি এখনো। সুষ্ঠু সমাধানের বিপরীতে বিতর্ক আরো বেড়েই চলেছে।

    বিষয়টা এতটাই জটিল হচ্ছে যে ভারতকে এশিয়া কাপের ট্রফি না দেওয়ায় মহসিন নাকভী নাকি আইসিসির পরিচালক পদ হারাতে পারেন।

    বিসিসিআইয়ের এক সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই। আসন্ন আইসিসির সভায় বিসিসিআই তার পদ পত্যাহারের দাবি তুলবে বলে জানায় সংবাদ সংস্থাটি।
    পিটিআইকে সূত্র বলেছে, ‘দীর্ঘমেয়াদে পিসিবি কিংবা নাকভীর কপালে কি ঘটবে সেটাই এখন দেখার বিষয়। বিসিসিআইয়ের কাছে এটা পরিষ্কর যে, তার কোনো অধিকার নেই ভারতকে সে নিজে ট্রফি দিবে এবং বিসিসিআইয়ের কাছে তা পাঠাতে অস্বীকৃতি জানাবে।

    বিজ্ঞাপন

    কেননা ভারত টুর্নামেন্টের অফিশিয়াল আয়োজক।’
    যেকোনো টুর্নামেন্ট শেষে সাধারণত চ্যাম্পিয়ন দলকে ট্রফি তুলে দেন ইভেন্টের মূল আয়োজক প্রতিষ্ঠান। সেই হিসেবে এশিয়া কাপের ট্রফিও দেওয়ার কথা এসিসির সভাপতির। কিন্তু নাকভি পিসিবির সভাপতি এবং পাকিস্তানের সরকারের গুরুত্বপূর্ণ নেতা হওয়ায় চ্যাম্পিয়ন হওয়ার পর তার কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারত।

    কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ট্রফি নিতে না আসেন তখন তা সঙ্গে নিয়ে যান নাকভি। এসিসির সভাপতি চলে যাওয়ার পর ট্রফি ছাড়াই উদযাপন করে ভারতীয় খেলোয়াড়রা।
    বর্তমানে এসিসির প্রধান কার্যালয়ে তালাবদ্ধ রয়েছে ট্রফি। নাকভি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ট্রফি নিতে হলে ভারতকে দুবাইয়ের অফিসে সশরীরে আসতে হবে। অন্যথা, পাবে না।

    পিসিবির সভাপতি ট্রফির বিষয়ে কি নির্দেশনা দিয়েছেন সে নিয়ে তার ঘনিষ্ঠ এক সূত্র পিটিআইকে বলেছে, ‘ট্রফিটি দুবাইয়ে এসিসির অফিসে আছে। নাকভির স্পষ্ট নির্দেশনা, তার অনুমতি এবং উপস্থিতি ছাড়া সেটা স্থানান্তর কিংবা কারও হাতে তুলে দেওয়া যাবে না। নিজে উপস্থিত থেকে ভারতীয় দল কিংবা বিসিসিআইকে ট্রফিটি দেবেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:11 PM জাপা ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না: হাইকোর্টের রুল 11:43 AM বাংলাদেশ-চীনকে নজরে রাখতে নতুন নৌঘাঁটি করছে ভারত 11:39 AM সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন 11:17 AM বাংলাদেশ অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, শিশু নিহত 11:15 AM ইসিতে শুরু দ্বিতীয় দিনের আপিল শুনানি 10:37 AM পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৭.৭ ডিগ্রি 10:35 AM সিরিয়ায় বড় আকারের অভিযান চালাল মার্কিন বিমান বাহিনী 10:32 AM জয়-পলকের অভিযোগ গঠন নিয়ে প্রসিকিউশনের শুনানি আজ 8:02 PM সিলেটে মাজার জিয়ারত করে, নির্বাচনী প্রচারণায় নামবেন তারেক রহমান 7:51 PM ভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করতে, সারাদেশে ‘অ্যাম্বাসেডর’ দিবে এনসিপি