প্রতিনিধি 7 October 2025 , 6:05:14 প্রিন্ট সংস্করণ

ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দায়িত্ব নিয়েছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ইফতেখার রহমান মিঠু।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের পর দায়িত্ব নিয়ে প্রথম দিনের কর্মদিবস ছিল আজ মঙ্গলবার (৭ অক্টোবর)। এদিন বোর্ডে পরিচালকদের সভা অনুষ্ঠিত হয়। এদিনই বণ্টন করে দেয়া হয় বিভিন্ন কমিটির দায়িত্ব।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী, ক্রিকেট অপারেশন্সের দায়িত্বে থাকবেন নাজমুল আবেদীন ফাহিম। এর আগের বোর্ডেও তিনি একই দায়িত্বে ছিলেন। ফাইন্যান্সের গুরুত্বপূর্ণ দায়িত্ব গেছে নাজমুল ইসলামের কাঁধে।
তবে অন্য পরিচালকরা কমিটির দায়িত্ব পেলেও কোনো কমিটিতে নেই সহসভাপতি ফারুক আহমেদ। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাবেন তিনি।
ডিসিপ্লিনারি কমিটির দেখভালের দায়িত্বে ফাইজুর রহমান। ইশতিয়াক সাদেক দেখবেন গেম ডেভেলপমেন্ট। গ্রাউন্ডসের দায়িত্বে থাকবেন- আমিনুল ইসলাম বুলবুল।
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চট্টগ্রাম বিভাগ থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর। এবার বোর্ডের গুরুত্বপূর্ণ একটি কমিটির দায়িত্বও পেয়েছেন তিনি।
বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়ে কাজ করবেন আসিফ আকবর। তাকে দেয়া হয়েছে এইজ গ্রুপের দায়িত্ব।
এছাড়া ফ্যাসিলিটিস শাহনিয়ান তানিম ও আম্পায়ারস কমিটি দেখবেন আগেরবারও দায়িত্বে থাকা ইফতেখার রহমান মিঠু। উইমেন্স উইং দেখবেন আব্দুর রাজ্জাক আর সিসিডিএম এর দায়িত্বে আদনান রহমান দীপন।
হাই পারফরম্যান্সের দায়িত্ব সামলাবেন নতুন বোর্ডে আসা খালেদ মাসুদ পাইলট। বাংলা টাইগার্সের দায়িত্বে রাহাত শামসের কাঁধে।

এক নজরে দেখে নেওয়া যাক কে কোন কমিটির দায়িত্ব পেলেন—
কমিটির চেয়ারম্যানদের নাম
ওয়ার্কিং কমিটি : আমিনুল ইসলাম বুলবুল।
ক্রিকেট অপারেশন্স : নাজমুল আবেদীন ফাহিম।
বিপিএল গভর্নিং কাউন্সিল : আমিনুল ইসলাম বুলবুল (চেয়ারম্যান) ও ইফতেখার রহমান মিঠু (মেম্বার সেক্রেটারি)।
ফাইন্যান্স কমিটি : নাজমুল ইসলাম (চেয়ারম্যান) ও আমজাদ হোসেন (ভাইস চেয়ারম্যান)।
হাইপারফরম্যান্স : খালেদ মাসুদ পাইলট।
আম্পায়ার্স কমিটি : ইফতেখার রহমান মিঠু।
ডিসিপ্লিনারি : ফাইজুর রহমান মিতু।
গেম ডেভেলপমেন্ট : ইশতিয়াক সাদিক।
টুর্নামেন্ট কমিটি : আহসান ইকবাল চৌধুরী।
বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটি : আসিফ আকবর।
গ্রাউন্ডস কমিটি : বুলবুল-রাহাত শামস।
ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট : শানিয়ান তানিম।
মার্কেটিং অ্যান্ড কর্মাশিয়াল : সাখাওয়াত হোসেন।
মেডিক্যাল কমিটি : মনজুর আলম।
টেন্ডার অ্যান্ড পারচেজ : আবুল বাশার (চেয়ারম্যান) ও হাসানুজ্জামান (ভাইস চেয়ারম্যান)।
মিডিয়া : আমজাদ হোসেন।
অডিট : মুখলেছুর রহমান খান।
উইমেন্স উইং : আব্দুর রাজ্জাক।
লজিস্টিকস অ্যান্ড প্রটোকল : ইয়াসির মোহাম্মদ ফয়সাল।
সিকিউরিটি কমিটি : মেহেরাব আলম চৌধুরী।
সিসিডিএম : আদনান রহমান দীপন (চেয়ারম্যান) ও ফায়জুর রহমান (ভাইস চেয়ারম্যান)।
ফিজিক্যাল চ্যালেঞ্জ কমিটি : জুলফিকুর আলী খান।
বাংলাদেশ টাইগার্স : রাহাত শামস।