• খেলা

    ক্যানসারে আক্রান্ত সাবেক ব্রাজিল তারকা

      প্রতিনিধি 7 October 2025 , 1:29:36 প্রিন্ট সংস্করণ

    এভারটন রিবেইরো। ছবি : সংগৃহীত
    এভারটন রিবেইরো। ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ব্রাজিলিয়ান ফুটবলে নেমে এসেছে এক বিষণ্ণ ছায়া। ব্রাজিল জাতীয় দলের সাবেক ফুটবলার এবং ফ্লামেঙ্গোর হয়ে দুইবার কোপা লিবার্তাদোরেস জেতা তারকা এভারটন রিবেইরো জানিয়েছেন, তিনি থাইরয়েড ক্যানসারে আক্রান্ত। সোমবার সফল অস্ত্রোপচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এই খবরটি প্রকাশ করেছেন।

    ৩৬ বছর বয়সী রিবেইরো ইনস্টাগ্রামে স্ত্রী-সন্তানের সঙ্গে রিও ডি জেনেইরোর বিখ্যাত ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তির সামনে তোলা একটি ছবি পোস্ট করে লেখেন— ‘বন্ধুরা, কিছু খবর শেয়ার করা প্রয়োজন। প্রায় এক মাস আগে আমার থাইরয়েড ক্যানসার ধরা পড়ে। আজ অস্ত্রোপচার শেষ হয়েছে, সবকিছু ভালোভাবেই সম্পন্ন হয়েছে; সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ।’

    তিনি আরও যোগ করেন, ‘আমি এখন পুনরুদ্ধারের পথে। আমার পরিবার, বন্ধু ও তোমাদের সবার প্রার্থনা ও ভালোবাসাই এই লড়াইয়ে সবচেয়ে বড় শক্তি। আমরা একসঙ্গে এই যুদ্ধে জিতব।’

    বিজ্ঞাপন

    বর্তমানে বাহিয়া ক্লাবের অধিনায়ক হিসেবে মৌসুমজুড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রিবেইরো। চলতি বছর তিনি ৫৩টি ম্যাচে মাঠে নেমে ৩টি গোল ও ৭টি অ্যাসিস্ট করেছেন।

    ফ্লামেঙ্গোর জার্সিতে তিনি ছিলেন এক সত্যিকারের ক্লাব-আইকন। ব্রাজিলিয়ান সিরি ‘আ’-তে ক্লাবটির হয়ে ২১১ ম্যাচ খেলে তিনি এখন পর্যন্ত চতুর্থ সর্বাধিক উপস্থিত খেলোয়াড়। ২০১৯ সালে রিভার প্লেট ও ২০২২ সালে আতলেতিকো পারানাএন্সের বিপক্ষে ফাইনালে অংশ নিয়ে ফ্লামেঙ্গোকে এনে দেন দুইটি কোপা লিবার্তাদোরেস শিরোপা। ক্লাবের হয়ে মোট ৩৯১ ম্যাচে তার গোল সংখ্যা ৪৫, অ্যাসিস্ট ৬৪।

    আন্তর্জাতিক অঙ্গনেও রিবেইরোর অবদান কম নয়। ২০২২ সালের কাতার বিশ্বকাপে ব্রাজিল দলের সদস্য ছিলেন তিনি। যদিও মাঠে সুযোগ পেয়েছিলেন সীমিত সময়ের জন্য—ক্যামেরুনের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে ৩৫ মিনিটের উপস্থিতি ছিল তার।

    ফ্লামেঙ্গো এবং ব্রাজিলীয় ফুটবলের সমর্থকরা এখন একত্রে প্রার্থনা করছেন তাদের প্রিয় এই মিডফিল্ডারের দ্রুত সুস্থতার জন্য। একসময় মাঠে যেভাবে প্রতিপক্ষকে পরাস্ত করেছেন, এবার জীবনযুদ্ধের ময়দানেও সেই লড়াকু রিবেইরো যেন জয়ী হন—এই আশা রাখছে পুরো ফুটবল দুনিয়া।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:56 PM ঢাকাকে হারিয়ে টেবিলের শীর্ষে উঠলো রাজশাহী 9:52 PM দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম স্বর্ণের, ভরি ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা 9:00 PM ক্রীড়া উপদেষ্টার বক্তব্য আইসিসির আনুষ্ঠানিক কোনো জবাব নয়: বিসিবি 8:36 PM এমন একটি দেশে ফিরে আসতে পেরে আমি ও আমার স্ত্রী আনন্দিত: ব্রেন্ট ক্রিস্টেনসেন 8:09 PM নির্বাচন ডাকাতি আর যেন না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা 7:48 PM বিতর্কিত তিন নির্বাচন নিয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন জমা 7:27 PM ইরানে সরকারের পক্ষে রাজপথে লাখো মানুষের ঢল 7:09 PM দুদকে তদন্তকাজের গতিশীলতায় ১৫ বিশেষ টিম গঠন 6:41 PM মুস্তাফিজকে বাদ দেয়াসহ আইসিসির ৩ সুপারিশ 6:38 PM চার দেশের বাংলাদেশ মিশনের প্রেস সচিবকে দেশে ফিরে আসার নির্দেশ