খেলা

উইমেন’স চ্যাম্পিয়নশিপ: বাছাই পর্বের আগে দুবাইয়ে বাংলাদেশ দল

  প্রতিনিধি 5 October 2025 , 9:04:20 প্রিন্ট সংস্করণ

আগামী ৭ ও ৯ অক্টোবর সিরিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের মেয়েদের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে কোচ সাইফুল বারী টিটুর দল
আগামী ৭ ও ৯ অক্টোবর সিরিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের মেয়েদের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে কোচ সাইফুল বারী টিটুর দল
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

ক্রীড়া প্রতিবেদক

অনূর্ধ্ব ১৭ নারী এশিয়ান উইমেন্স কাপ চ্যাম্পিয়নশীপ-২০২৫ বাছাইপর্ব খেলতে বাংলাদেশ দল নিরাপদে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে। সন্ধ্যায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

আজ (রোববার) রাতেই সংযুক্ত আরব আমিরাতের ফুটবল অ্যাসোসিয়েশন প্র‍্যাকটিস গ্রাউন্ডে রাত ৯:০০ টা থেকে রাত ১১:০০ টা (বাংলাদেশ সময়) বাংলাদেশ দলের প্র‍্যাকটিস করার কথা রয়েছে।

দুবাইয়ে আগামী ৭ ও ৯ অক্টোবর সিরিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের মেয়েদের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে কোচ সাইফুল বারী টিটুর দল।

এরপর বাছাইপর্ব খেলতে জর্ডানে যাবে মেয়েরা। সেখানে প্রথম ম্যাচ স্বাগতিকদের বিপক্ষে ১৩ অক্টোবর ও ১৭ অক্টোবর গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ চাইনিজ তাইপে।

বিজ্ঞাপন

এর আগে শনিবার বিকালে বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে টিটু বলেন, ‘আমি দলের সঙ্গে ২৭-২৮ অক্টোবর থেকে অনুশীলন শুরু করেছি। আগে থেকে দলের সঙ্গে যোগাযোগ ছিল, ভুটানের সাফেও নিয়মিত কথা হতো। সেই সময় আমার কিছু কিছু অবজারভেশন তাদের জানিয়েছি।’

তিনি বলেন, ‘দুবাইয়েই এমন দুইটা দেশের সঙ্গে খেলবে যারা র‍্যাংকিংয়ে আমাদের থেকে এগিয়ে। আসলে এটাই ফুটবলের আসল চ্যালেঞ্জেস, এটা আমরা কীভাবে নেব, কীভাবে রিড করবো। বাছাইপর্ব পেরিয়ে মূল টুর্নামেন্টে যাওয়ার জন্য মেন্টালিটি সেট করার ব্যাপার।’

দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস বলেন, ‘আমরা কয়েক দিন আগে (আগস্টে) সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ খেলেছি। সেখানে সবার মোটামুটি ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়েছে যারা আগে খেলেনি। তো আমরা শেষ পর্যন্ত সাফে চ্যাম্পিয়ন হওয়ার জন্য চেষ্টা করেছিলাম, পারিনি। আমাদের এখন লক্ষ্য এএফসি কোয়ালিফাই করা। মূল টুর্নামেন্টের আগে আমাদের দুটি প্রীতি ম্যাচ আছে, চেষ্টা করবো এই দুটা ম্যাচ ভালোভাবে খেলার সেখান থেকেই চূড়ান্ত প্রস্তুতি নিয়ে জর্ডানে যাওয়ার।’ অনূর্ধ্ব-১৭ দল আজ জর্ডান যাবে।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
4:23 PM খুলনা জেলা স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন ফিজিওর মৃত্যু 4:18 PM ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু ভর্তি ৯৮৩ 4:01 PM জামালপুরে কাভার্ডভ্যান-ইজিবাইক সংর্ঘষে নিহত ৩, আহত ৭ 3:04 PM জাস্টিন ট্রুডো ও কেটি পেরির নতুন ভিডিও ভাইরাল 2:52 PM যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ভারতের ৫০ তরুণ 2:37 PM মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নির্ণয়ে হাইকোর্টে রিট 2:15 PM ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১ 1:56 PM ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করবে 1:42 PM বিসিবির চাকরি ছাড়লেন ফিটনেস ট্রেনার নাথান কেলি 1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫