প্রতিনিধি 25 September 2025 , 8:27:36 প্রিন্ট সংস্করণ

ফাইনাল নিশ্চিতের মিশনে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুবাইয়ে ম্যাচ শুরু হয় রাত ৮টায়। পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে টস করে, শুরুতেই জয় পেলেন বাংলাদেশ অধিনায়ক। আর টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন, জাকের আলী অনিক। ব্যাট করার আমন্ত্রণ জানালেন পাকিস্তান অধিনায়ক আগাকে।

তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ পাচ্ছে না তাদের নিয়মিত অধিনায়ক লিটন দাসকে। বাধ্য হয়ে নেতৃত্বের দায়িত্ব রয়েছে অনিকের ঘাড়ে। যদিও ম্যাচটি অঘোষিত সেমিফাইনাল হিসেবে পরিণত হয়েছে। এতে যারা হারবে তাদের বিদায়। জিতলে ফাইনাল খেলবে শক্তিশালী ভারতের সাথে।
অপরদিকে, এশিয়া কাপে টানা ২ ম্যাচ খেলার ধকল নিতে হচ্ছে বাংলাদেশকে। ভারত ম্যাচ শেষ না হতেই ভাবতে হচ্ছে পাকিস্তানকে নিয়ে।
ম্যাচের বিস্তারিত আসছে…