• বিনোদন

    এ আর রহমানকে ‘ঘৃণ্য মানুষ’ বলে তোপ কঙ্গনার

      প্রতিনিধি 18 January 2026 , 3:53:11 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বলিউডে যখন সুর আর রাজনীতির সীমারেখা মিলেমিশে একাকার, ঠিক তখনই বিস্ফোরণ ঘটালেন দুই মেরুর দুই তারকা। ধর্মীয় বিভাজন ও রাজনীতির প্রভাবে ইন্ডাস্ট্রিতে নিজের কাজ কমে যাওয়ার অভিযোগ তুলে বিতর্কের আগুন জ্বালান অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমান। আর সেই আগুনে ঘি ঢালতে একমুহূর্তও দেরি করলেন না বলিউডের আলোচিত-সমালোচিত অভিনেত্রী ও বিজেপি নেত্রী কঙ্গনা রানাউত। এবার এ আর রহমানকে তিনি আখ্যা দিলেন ‘ঘৃণ্য মানুষ’ ও ‘পক্ষপাতদুষ্ট’ বলে-যা মুহূর্তেই তোলপাড় ফেলে দেয় বলিপাড়া থেকে ভারতীয় রাজনৈতিক মহল পর্যন্ত।

    বিজ্ঞাপন

    ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে এ আর রহমান আক্ষেপ করে জানিয়েছিলেন, গত আট বছরে তিনি ধাপে ধাপে অনেক কাজ হারিয়েছেন। এর কারণ হিসেবে তিনি বলিউডের অন্দরে থাকা বিভাজনের রাজনীতিকে ইঙ্গিত করেন। তার দাবি, নিজ দেশের ক্ষমতাসীন মানুষ সৃজনশীল নন, আর ধর্মীয় মেরুকরণের কারণেই কাজ হারাতে হচ্ছে তাকে। নাম প্রকাশ না করলেও এই কথা তার কানে এসেছে বলে জানান।

    রহমানের এমন মন্তব্যের পর সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দেন কঙ্গনা। অভিনেত্রীর দাবি, বিজেপিকে সমর্থন করার কারণে তাকেও ইন্ডাস্ট্রিতে অনেক বৈষম্যের শিকার হতে হয়। এরপর এ আর রহমানকে আক্রমণ করে অভিনেত্রী উল্লেখ করেন, আমি বলতে চাই, আপনার থেকে পক্ষপাতদুষ্ট এবং ঘৃণ্য মানুষ দেখিনি। হিংসা ও বিদ্বেষ আপনার চোখ অন্ধ করে দিয়েছে।

    কঙ্গনা স্পষ্ট জানান, এ আর রহমান কাজ হারানোর যে অভিযোগ তুলছেন তা অযৌক্তিক। বরং রহমান নিজেই নিজের পছন্দের বাইরে কাউকে সুযোগ দিতে চান না।

    তিন দশকের বেশি সময় ধরে সুরের জাদুতে যিনি ভারতের সংগীতকে বিশ্বদরবারে পৌঁছে দিয়েছেন, সেই এ আর রহমানের মন্তব্যই এখন নতুন বিতর্কের জন্ম দিচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত এক শিল্পীর কণ্ঠে উঠে আসা এই প্রশ্ন, শিল্প ও রাজনীতির সম্পর্ককে ফের আলোচনার কেন্দ্রে এনে দিয়েছে। ফলে এই বিতর্ক থেমে থাকবে কি না, নাকি আরও গভীর হবে-সেটাই এখন দেখার পালা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:53 PM এ আর রহমানকে ‘ঘৃণ্য মানুষ’ বলে তোপ কঙ্গনার 3:37 PM ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১৬৭ মামলা 3:31 PM ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ, অনলাইনে আবেদন 3:23 PM নারকেল কোরানোর ৩ সহজ কৌশল 3:18 PM ইসাখিলের সেঞ্চুরিতে নোয়াখালীর লড়াকু পুঁজি 3:07 PM আজকের মুদ্রার রেট 2:10 PM “জুলাই যোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মতো আলাদা মন্ত্রণালয় গঠন করা হবে” 1:56 PM লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা 1:44 PM নির্বাচন কমিশন ঘেরাও ছাত্রদলের 11:45 AM বাংলাদেশের প্রস্তাবে অবস্থান স্পষ্ট করেছে আয়ারল্যান্ড