
প্রতিনিধি 1 January 2026 , 3:02:01 প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে যান ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে তিনি ভারতের রাজধানীর চাণক্যপুরী এলাকায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে উপস্থিত হন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস–এর খবরে জানানো হয়, নির্ধারিত সময় অনুযায়ী সকালে রাজনাথ সিং বাংলাদেশ হাইকমিশনে পৌঁছান। সেখানে তিনি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে সংরক্ষিত শোকপুস্তিকায় নিজের শোকবার্তা লিখে শ্রদ্ধা জানান।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, শোকবার্তায় রাজনাথ সিং বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার ভূমিকার কথা উল্লেখ করেন এবং তার মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করেন। এ সময় হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।