• আইন-আদালত

    ইতালিতে ভুয়া ভিসায় লোক পাঠিয়ে কোটি টাকার প্রতারণা, আটক ১

      প্রতিনিধি 16 September 2025 , 5:27:51 প্রিন্ট সংস্করণ

    ইতালিতে ভুয়া ভিসায় লোক পাঠিয়ে কোটি টাকার প্রতারণা
    ইতালিতে ভুয়া ভিসায় লোক পাঠিয়ে কোটি টাকার প্রতারণা
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিদেশে ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখিয়ে ভুয়া ভিসার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। অবশেষে চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি ঢাকা মেট্রো পূর্ব বিভাগের একটি টিম।

    গ্রেফতারকৃত ব্যক্তির নাম মিলন মিয়া (৪২)। তার পিতা মৃত কালাম মাতব্বর এবং মাতা রানী আক্তার। তিনি ফরিদপুর জেলার সালতা থানার ইসুবদিয়া গ্রামের বাসিন্দা।

    সিআইডি বলছে, চক্রটি প্রথমে ইতালিতে লোভনীয় বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের সঙ্গে মোটা অঙ্কের টাকার চুক্তি করত চক্রটি। টাকা নেওয়ার পর দেওয়া হতো ভুয়া ভিসা। অনেক ক্ষেত্রে ভুক্তভোগীর পাসপোর্ট আটকে রেখে করা হতো হয়রানি।

    তদন্তে উঠে এসেছে, ইতালিতে লোক পাঠানোর কথা বলে প্রায় শতাধিক মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্রটি। প্রতারণার টাকা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে গ্রহণ করার তথ্যও মিলেছে।

    বিজ্ঞাপন

    সিআেইডির তদন্ত কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন মিয়া স্বীকার করেছে যে, ভিজিট ভিসায় ইতালিতে পাঠানোর কথা বলে ফরিদপুরের একজনের কাছ থেকে ২২ লাখ টাকার চুক্তি করে। এর মধ্যে ৭ লাখ টাকা অগ্রিম নেয়া হয়েছিল।

    তিনি আরও জানান, দেশের বিভিন্ন এলাকায় তার একাধিক সহযোগী রয়েছে। ফরিদপুর, নড়াইল, নরসিংদী, কিশোরগঞ্জ, চাঁদপুর ও চট্টগ্রামসহ দেশের নানা জেলায় তাদের নেটওয়ার্ক বিস্তৃত। এ চক্রের মূল হোতা হিসেবে জোসনা বেগম ও মাহবুব নামের দুইজনের নাম উঠে এসেছে, যারা ইতালি ও লিবিয়াতে অবস্থান করছে।

    মিলন মিয়ার বিরুদ্ধে পল্টন (ডিএমপি) থানায় মামলা করা হয়েছে। তাকে ১৫ সেপ্টেম্বর রাতে ফরিদপুর শহরের চকবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

    বর্তমানে মামলাটির তদন্ত করছে সিআইডি ঢাকা মেট্রো পূর্ব বিভাগ। গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং রিমান্ডের আবেদনসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

    অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন ও চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের জন্য সিআইডির অভিযান অব্যাহত রয়েছে বলে জানা যায়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:08 AM টিভিতে আজকের খেলা (১৬ জানুয়ারি, ২০২৬) 7:47 AM খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী আজ 7:39 AM আজ ফের মাঠে ফিরছে বিপিএল 7:33 AM গাজায় যুদ্ধবিরতিতেও থামছে না ইসরায়েলি হামলা 7:54 PM যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ 7:17 PM সিইসি-বিএনপি বৈঠক: ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে আলোচনা 6:56 PM মন গলেনি ক্রিকেটারদের! অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল 6:55 PM মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র 6:29 PM জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা 6:17 PM ২১ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু