
প্রতিনিধি 15 December 2025 , 11:43:14 প্রিন্ট সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও বিশ্বাসযোগ্য করতে ইসির একার পক্ষে সম্ভব নয়, সবাইকে নিয়ে করতে হবে বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
ওসমান হাদির ওপর হামলার একটি বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করেন সিইসি। আজ সোমবার (১৫ ডিসেম্বর) সকালে, রাজধানীর গুলশানে ইয়ুথ ভোটার অনুষ্ঠান উদ্বোধনের পর এসব কথা বলেন তিনি।
ভোটাররা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটা নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব বলে জানান সিইসি। ভোটারদের ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান করেন তিনি।
সিইসি আরও বলেন, নির্বাচন নিয়ে কোন শঙ্কা নেই, আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত।

এদিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন, চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিবের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করতে পুলিশকে চিঠি দিয়েছে ইসি। একই সঙ্গে সারা দেশে ইসির মাঠপর্যায়ের কার্যালয়গুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।
গত শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি জারি করা হয়েছে। এ সূত্রে সিইসি, চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিবের বিশেষ নিরাপত্তা বিধান প্রয়োজন। সিইসির নিরাপত্তার জন্য ইতিমধ্যে গাড়িসহ পুলিশি নিরাপত্তা রয়েছে। সিইসির জন্য নির্বাচনকালীন অতিরিক্ত আরও একটি গাড়িসহ পুলিশি নিরাপত্তা দিতে বলা হয়েছে।
এ ছাড়া চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবের বাসভবন, অফিস যাতায়াতসহ সার্বক্ষণিক নিরাপত্তার জন্য গাড়িসহ পুলিশি নিরাপত্তা দিতে বলা হয়েছে।