প্রতিনিধি 14 September 2025 , 1:31:17 প্রিন্ট সংস্করণ

পাকিস্তান-ভারতের সম্পর্ক খারাপ ছিল আগে থেকেই। পহেলগামে সন্ত্রাসী হামলার পর পরিস্থিতির ভীষণ অবনতি হয়েছে। ওই ঘটনা দুই দেশকে পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছিল। মে মাসের শুরুর দিকে ভারত হামলা চালায় অপারেশন সিন্দুর নামে, পাকিস্তান হামলার নাম দেয় অপারেশন বুনিয়ানুম মারসুস।
পাল্টাপাল্টি হামলায় পাকিস্তানকে সব ধরনের খেলায় বয়কটের ব্যাপারে ভারতের সমর্থকদের মধ্যে জোরাল দাবি উঠে। এই দাবি এখনও থামেনি, এরধ্যেই দুবাইয়ে আজ এশিয়া কাপে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে টিম ইন্ডিয়া। দেশটির অনেকে এখনও চাচ্ছেন না, সূর্যকুমার যাদবরা পাকিস্তানের বিপক্ষে খেলুন। সেই অনেকের তালিকায় সাবেক ক্রিকেটার হরভজন সিংয়ের মতো তারকারাও আছেন।
এমন অবস্থায় পাকিস্তান ও ভারতের ম্যাচ চলাকালে গ্যালারিতে অশোভন কিছু ঘটা অস্বাভাবিক নয়। সেই শঙ্কা পাকিস্তানের সাবেক ক্রিকেটার কামরান আকমলের। তার ভয় দুই দেশের সমর্থকদের নিয়ে, গ্যালারিতে তারা খারাপ কিছু ঘটিয়ে ফেলেন কি না! উভয় দেশের সমর্থকদের শান্ত থাকার অনুরোধ তার, কেউই যেন সীমা লঙ্ঘন না করেন।

পাকিস্তান-ভারত ম্যাচ ঘিরে এই দিকটা আঁচ করেছে দুবাইয়ের আইনশৃঙ্খলা বাহিনীও। এই ম্যাচসহ এশিয়া কাপের সব ম্যাচে সমর্থকদের সব ধরনের নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত দুবাই পুলিশের ইভেন্টস নিরাপত্তা কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল সাইফ মুহাইর আল মাজরাউই। অপ্রত্যাশিত ঘটনা এড়ানোর জন্য তাদের পক্ষ থেকে গতকাল এক বিবৃতিতে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। সমর্থকদের বলা হয়েছে ধ্বংসাত্মক কোনো কাজ, বর্ণবাদী শব্দ ব্যবহার ও আচরণ না করার জন্য। অন্যথায় নেওয়া হবে উপযুক্ত ব্যবস্থা।
বিবৃতিতে বলা হয়েছে, ‘গ্যালারিতে ঢোকার সময় কারো কাছে আতশবাজি বা নিষিদ্ধ কিছু পাওয়া গেলে তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা করা হবে। এসব ক্ষেত্রে কারাদণ্ড হতে পারে এক থেকে তিন মাসের। জরিমানা হতে পারে ৫ হাজার দিরহাম থেকে ৩০ হাজার দিরহাম পর্যন্ত।’ বাংলাদেশি মুদ্রায় ৫ হাজার দিরহাম দেড় লাখ টাকারও বেশি।
ধ্বংসাত্মক কোনো কাজ, বর্ণবাদী শব্দ ব্যবহার ও আচরণ, প্লেয়ার বা সমর্থকদের দিকে কোনো কিছু ছোঁড়ার ক্ষেত্রে কারাদণ্ডের পাশাপাশি জরিমানা হতে পারে। এ ক্ষেত্রে জরিমানা ১০ হাজার দিরহাম থেকে ৩০ হাজার দিরহাম পর্যন্ত।