• খেলা

    নাটকীয়তায় শেষ হয়েছে, টেস্টের প্রথম দিন

      প্রতিনিধি 11 November 2025 , 6:12:56 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনটি শেষ হয়েছে চরম নাটকীয়তায়। টস জিতে ব্যাটিংয়ে নেমে আয়ারল্যান্ড প্রথম দিন শেষে ৮ উইকেটে ২৭০ রান তুলেছে।

    দিনের প্রথম ওভারেই হাসান মাহমুদ আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবির্নিকে শূন্য রানে ফেরালেও, ফিল্ডিংয়ে তিনটি সহজ ক্যাচ মিস করে বাংলাদেশ শুরুতে ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ হারায়। তবে দ্বিতীয় ও তৃতীয় সেশনে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে টাইগার বোলাররা।

    বিজ্ঞাপন

    প্রথম সেশনে জীবন পাওয়া পল স্টার্লিং (৬০) এবং অভিষিক্ত কেড কারমাইকেল (৫৯) হাফ সেঞ্চুরি তুলে নিয়ে দ্বিতীয় উইকেটে ৯৬ রানের জুটি গড়েন। লাঞ্চের পরপরই স্টার্লিংকে ফেরান নাহিদ রানা, আর এর পরের ওভারেই হ্যারি টেক্টরকে (১) শিকার করেন মেহেদী হাসান মিরাজ।

    কারমাইকেল দলীয় ১৫০ রানের মাথায় মিরাজের দ্বিতীয় শিকারে পরিণত হন। এরপর কার্টিস ক্যাম্ফার (৪৪) এবং লরকান টাকারও (৪১) জুটি গড়লেও, হাসান মুরাদের ঘূর্ণিতে দুজনেই ফিরে যান। মুরাদের বলে ক্যাম্ফার নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দেন এবং টাকার হন স্টাম্পিং। দিনের শেষ বলে নিল জর্দানকে (৩০) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তাইজুল ইসলাম।

    বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ ৫০ রান খরচায় ৩টি উইকেট নিয়েছেন। হাসান মুরাদ ৪৭ রান খরচায় তুলেছেন ২টি উইকেট। এছাড়া হাসান মাহমুদ, নাহিদ রানা ও তাইজুল ইসলাম ১টি করে উইকেট শিকার করেছেন। দিন শেষে ম্যাকার্থী ৫৬ বলে ২১ রানে অপরাজিত আছেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:52 PM “এক দিন আগে নয়, পরেও নয় ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন” 1:30 PM ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দাবিতে সায়েন্সল্যাব অবরোধ 1:21 PM দেশের বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা হলে ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা 1:09 PM “আমি ভাবছিলাম বিশ্বকাপ খুব ছোট, কিন্তু এখন দেখি অনেক বড়” 12:58 PM বিয়ে করছেন জেফার-রাফসান! 12:48 PM জিয়াউলের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ 12:41 PM রাজধানীর পল্লবী এলাকায় সেনাবাহিনীর যৌথ অভিযানে পিস্তলসহ আটক ১ 12:14 PM থাইল্যান্ডে ট্রেনের উপর ক্রেন ভেঙে নিহত অন্তত ২২ 11:43 AM যে কারণে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা 11:19 AM আসন সমঝোতা নিয়ে ১১ দলের চূড়ান্ত বৈঠক আজ