• বিনোদন

    অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মামলা, তদন্তে ডিবি

      প্রতিনিধি 6 November 2025 , 12:04:42 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী ও মডেল তানজিন নাহার তিশার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে এ মামলা করেন ‘অ্যাপোনিয়ার ফ্যাশন’-এর এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম।

    বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ পেয়ে আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের দায়িত্ব দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি)। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।

    বিজ্ঞাপন

    মামলার অভিযোগে বলা হয়েছে, তানজিন তিশা ‘অ্যাপোনিয়া’ নামের একটি অনলাইন পেজ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যমানের একটি শাড়ি নির্বাচন করেন। শাড়িটি গত ১৮ জানুয়ারি তার বাসায় পৌঁছে দেয়া হয়। শর্ত অনুযায়ী, তিনি শাড়িটি পরিধান করে পেজটির প্রমোশন করবেন বলে ভয়েস ও টেক্সট মেসেজে আশ্বস্ত করেছিলেন।

    তবে দীর্ঘ ১০ মাস অতিবাহিত হলেও তিনি প্রমোশন করেননি এবং গত ছয় মাসের বেশি সময় ধরে পেজ কর্তৃপক্ষের সঙ্গে কোনো যোগাযোগও রাখেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

    বাদীর অভিযোগ, তানজিন তিশা প্রতারণা করে বিশ্বাসভঙ্গ করেছেন। আদালত তার মামলাটি আমলে গ্রহণ করে তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন মঞ্জুর করেছেন।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:04 AM অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মামলা, তদন্তে ডিবি 11:56 PM নির্বাচন বাধাগ্রস্ত করতেই এরশাদ উল্লাহর গণসংযোগে হামলা : ফখরুল 11:40 PM বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ: হামলাকারীদের বিচারের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার 8:14 PM বিচারপতি খুরশীদ আলমকে অপসারণ: প্রজ্ঞাপন জারি 7:42 PM শিক্ষা-সংস্কৃতি ও খেলাধুলার সমন্বয়ে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: আমিনুল হক 7:25 PM পাঁচ বছরের জন্য ‘ঢাকা ক্যাপিটালস’র মালিক শাকিব খান 6:59 PM চলতি সপ্তাহের ৪ কার্যদিবস শেয়ারবাজারে টানা দরপতন 6:43 PM চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ 6:41 PM অকার্যকর ঘোষিত ৫ ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ 6:32 PM মাদকাসক্ত হয়ে রিহ্যাবে ভর্তি শন উইলিয়ামস