রাজনীতি

পেশিশক্তির রাজনীতি আর চলবে না

  প্রতিনিধি 1 November 2025 , 3:30:27 প্রিন্ট সংস্করণ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

রাজনীতিতে যে পেশিশক্তি চলছিল, সেই রাজনীতি আর চলবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

শনিবার (০১ নভেম্বর) সকালে রাজনীতিকদের মধ্যে মতাদর্শভিত্তিক সংলাপ এবং গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার জন্য সেন্টার ফর গভার্নেন্স স্টাডিজের (সিজিএস) সংলাপে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব বলেন, রাজনীতিকদের মধ্যে কাঙ্ক্ষিত ঐক্য হয়নি। মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, তবে গণতান্ত্রিক চর্চা বজায় থাকলে সমাধান পাওয়া সম্ভব। জুলাই সনদের সুপারিশে স্বাস্থ্য কমিশনের প্রতিবেদন কে বাস্তবায়ন করবে, তা নির্দিষ্ট করে উল্লেখ করা নেই।

বিজ্ঞাপন

জুলাই সনদের সুপারিশে স্বাস্থ্য কমিশনের প্রতিবেদন কে বাস্তবায়ন করবে তার কোনো উল্লেখ নেই জানিয়ে তাসনিম জারা বলেন, ‘রাস্তায় নামা ছাড়া কিছুই বাস্তবায়ন করা যায় না। আন্দোলন আর অনশন দাবি আদায়ের একমাত্র উপায়। যেটা পরিবর্তন দরকার।

রাজনৈতিক পরিবর্তন নিয়ে তাসনিম জারা বলেন, রাজনীতিতে যে পেশিশক্তি চলছিল, সেই রাজনীতি আর চলবে না। রাজনীতি এখন বদলে গেছে।

তরুণদের রাজনীতিতে যুক্ত করার প্রসঙ্গে ডা. জারা বলেন, ‘তরুণরা যাতে একটি সুস্থ ও সুন্দর পরিবেশে রাজনীতিতে সম্পৃক্ত হতে পারে সে ব্যবস্থা করে দেওয়া আমাদের দায়িত্ব। এক্ষেত্রে আমরা ভোটাধিকারের বয়স ১৬ বছরে আনার প্রস্তাব করেছিলাম। কিছু কাঠামোগত পরিবর্তন না করলে, সেটা শুধু বলার মধ্যেই থেকে যাবে বাস্তবায়ন আর হবে না। বেশ কয়েকটি দেশে ১৬ বছর বয়সে ভোট দেয়ার ব্যবস্থা রয়েছে।’

নারীদের রাজনৈতিক অন্তর্ভুক্তি বিষয়ে তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানে নারীরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। অথচ সিদ্ধান্ত গ্রহণের জায়গায় তাদের উপস্থিতি এখনও সীমিত। আমরা সংরক্ষিত আসন ৫০ থেকে ১০০তে উন্নীত করার প্রস্তাব দিয়েছিলাম।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
4:38 PM ‘শাপলা কলি’ নিতে প্রস্তুত এনসিপি 4:31 PM একই দিনে গোল করলেন রোনালদো ও তার ছেলে 4:09 PM পাকিস্তানে গোপনে ভয়ংকর অস্ত্র পরীক্ষার আশঙ্কা 3:45 PM ২৬ টাকা কমলো ১২ কেজির সিলিন্ডারে 2:47 PM ১০ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির 2:38 PM আবারও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান 2:22 PM আল্লাহর পর বিচার নিষ্পত্তির প্রতিনিধি আপনি 2:05 PM ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে জুলাই গণহত্যাকে সমর্থন দিচ্ছে 1:50 PM যমুনা অভিমুখে লংমার্চের ডাক দিলেন ইবতেদায়ি শিক্ষকরা 1:38 PM জাতীয় নির্বাচনের পর ইজতেমা