প্রতিনিধি 31 October 2025 , 5:56:18 প্রিন্ট সংস্করণ

ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি সিরিজে হার মানতে হয়েছে বাংলাদেশকে। সেই হারের হতাশা পেছনে ফেলে শুক্রবার (৩১ অক্টোবর) হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে মাঠে নামছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে অবশ্য টস ভাগ্য সহায় হয়েছে বাংলাদেশের। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি লিটন দাস ।

শুধু একটি ম্যাচ নয়—একটি মান-রক্ষার লড়াই। দুই ম্যাচে হেরে সিরিজ ইতোমধ্যে হাতছাড়া। এবার লক্ষ্য একটাই—হোয়াইটওয়াশ এড়ানো।
মিরপুরের ধীর, স্পিন সহায়ক উইকেট থেকে এবার দূরে চট্টগ্রামের ব্যাটিং-বান্ধব কন্ডিশনে খেললেও বাংলাদেশের ব্যাটিংয়ের চেহারা বদলায়নি। গত দুই ম্যাচেই দেখা গেছে একই গল্প—শুরুর পর ধস। বোলাররা যেমন মুনশিয়ানার ছাপ রেখেছেন, ব্যাটাররা ততটাই নিষ্প্রভ।
বাংলাদেশ কি পারবে নিজেদের লজ্জা মোচন করতে? নাকি পুরোনো ভুলের পুনরাবৃত্তিতেই শেষ হবে সিরিজের গল্প? সন্ধ্যা ৬টা থেকে জবাব দেবে মাঠই।
 
                                 
                                 
                                 
                                 
                                