খেলা

এশিয়া কাপে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান তাসকিন

  নিজস্ব প্রতিবেদক 7 September 2025 , 3:46:54 প্রিন্ট সংস্করণ

তাসকিন আহমেদ।
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

এশিয়া কাপ টি-টোয়েন্টিতে বর্তমান বাংলাদেশ দলে পেসার তাসকিন আহমেদই সেরা ব্যাটসম্যান। কোনো সিরিজ বা টুর্নামেন্টে কে সেরা ব্যাটসম্যান, তা যাচাইয়ের মাপকাঠি কী? সেই সিরিজ বা টুর্নামেন্টে কার রান সবচেয়ে বেশি—এটাই তো! কোনো বিশেষ ইনিংস বা ধারাবাহিক ক্যামিও কাউকে সেরা বানাতে পারে, তবে সেটা ব্যতিক্রম। যদি সর্বোচ্চ রানের হিসাবই বিবেচনা করা হয়, তাহলে এবারের এশিয়া কাপ টি-টোয়েন্টিতে তাসকিনই বাংলাদেশের সেরা।

এশিয়া কাপ টি-টোয়েন্টি সংস্করণে হয়েছে দুবার। প্রথম ২০১৬ সালে, সর্বশেষ ২০২২ সালে। এই দুই আসরেই খেলেছেন তাসকিন। ৭ ম্যাচে ৩ ইনিংস ব্যাটিং করে তিনি তাতে করেছেন ২৭ রান। অবিশ্বাস্য মনে হলেও সত্য তাসকিনের এই রানই এবারের এশিয়া কাপে বাংলাদেশ দলের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ। এই দলে থাকা দ্বিতীয় সর্বোচ্চ রান অলরাউন্ডার মেহেদী হাসানের, তাঁর রান ১৫।

বিজ্ঞাপন

এমনিতে সব মিলিয়ে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপে বাংলাদেশের সর্বোচ্চ রান সাব্বির রহমানের। দুটি এশিয়া কাপে খেলা সাব্বির ৬ ম্যাচে করেছেন ১৮১ রান। এই সংস্করণের এশিয়া কাপে ২০১৬ সালে তাঁর খেলা ৮০ রানের ইনিংসটিই এশিয়া কাপ টি-টোয়েন্টিতে বাংলাদেশের একমাত্র পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস।

৯ বছর আগে হওয়া ২০১৬ এশিয়া কাপের অনেকেই ২০২৫ এশিয়া কাপে থাকবে না সেটিই স্বাভাবিক। তবে তিন বছর আগে হওয়া ২০২২ এশিয়া কাপেরও বেশির ভাগ ক্রিকেটার এবারের দলে নেই। ২০২২ সালে সাকিব আল হাসান ছিলেন নেতৃত্বে। এবার লিটন দাস।

মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, পারভেজ হোসেন, মোস্তাফিজুর রহমান ও তাসকিনই সর্বশেষ ও এবার এশিয়া কাপের দলে ছিলেন ও আছেন। ওপেনার পারভেজের সেবার মাঠে নামার সুযোগ হয়নি। সাইফউদ্দিন এক ম্যাচে ব্যাটিংয়ে নেমেছিলেন, তবে কোনো বল খেলতে পারেননি। নাসুমেরও কোনো ম্যাচে খেলার সুযোগ হয়নি।

উইকেটের বিচারেও তাসকিনই এশিয়া কাপ টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা বোলার। ৭ ম্যাচে এই পেসার নিয়েছেন ৫ উইকেট। মোস্তাফিজ ৫ ম্যাচে উইকেট নিয়েছেন ৪টি। এশিয়া কাপ টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট এমনিতে পেসার আল আমিন হোসেনের, ১১টি। পরিসংখ্যান তো বলছে এশিয়া কাপ টি-টোয়েন্টিতে তাসকিনই এখন দেশের সেরা অলরাউন্ডার!

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি 8:42 AM জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ কর্মসূচি আজ 8:37 AM মধ্যরাতে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ 12:13 AM হাড্ডাহাড্ডি লড়াইয়ে বার্সাকে হারাল রিয়াল 12:07 AM আফগান সীমান্তে তুমুল সংঘর্ষ, পাকিস্তানি পাঁচ সেনাসহ নিহত ৩০ 9:56 PM মৃত্যুর আগে জীবন থেকে পালাতে চাওয়া কালামের ফেসবুক পোস্ট 8:43 PM নভেম্বরে শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা: মাহফুজ আলম 8:23 PM নারী বিশ্বকাপ: বৃষ্টির কারণে বন্ধ বাংলাদেশ-ভারত ম্যাচ