প্রতিনিধি 22 October 2025 , 3:56:49 প্রিন্ট সংস্করণ

বাংলা চলচ্চিত্রের সাড়া জাগানো নায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর মামলার তদন্তে ৫ বছর আগেই ইতি টানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
সে সসময় পিবিআই বলেছিল – হত্যা নয়, সালমান শাহ আত্মহত্যা করেছিলেন।
পিবিআই এমন প্রতিবেদন প্রকাশের পর সালমান শাহ হত্যার সন্দেহভাজন আসামী খল অভিনেতা ডন বলেছিলেন, ‘আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অবশেষে কলিজার বন্ধুকে হত্যার মিথ্যা অভিযোগ থেকে মুক্ত হলাম।
ডন সেসময় আরও বলেন, ২৪টা বছর বুকের ভেতর বন্ধু হত্যার মিথ্যা অপবাদ আমাকে নিয়ে ঘুরতে হয়েছে। আমার যে ক্ষতি হয়েছে তার পূরণ কিছুতেই হবে না। আমি ধৈর্য ধরে ছিলাম।

সত্য কোনো দিন মিথ্যা হয় না। মিথ্যাকেও কোনো দিন জোর করে সত্যি বানানো যায় না।
ওই সময় এই অভিনেতা আরও বলেন, ‘সালমান শাহ এ দেশের মানুষের কাছে একটি আবেগের নাম। মৃত্যুর এতগুলো বছর পেরিয়েও সে সবার কাছে জীবন্ত।
আমি বহুবার ভেবেছি যদি এমন হতো মীরাকল ঘটে গেছে একটা। সালমান ফিরে এসেছে। আবার দুজন সিনেমা করতাম। এ দেশের মানুষ জানতো সালমান আমাকে কতোটা ভালোবাসে। সালমানের মৃত্যৃর পর আমার অনেক ক্ষতি হয়েছে।
সেটা কেবল আমিই জানি। এটা আর কেউ উপলব্ধি করতে পারবেনা।
তবে সালমান শাহের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত করেনি পিবিআই দাবি করে চার বছর আগে (২০২১ সাল) পিবিআইয়ের চূড়ান্ত প্রতিবেদনে নারাজি দিয়েছিলেন নীলা চৌধুরী।
সম্প্রতি চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করার আদেশ দেন আদালত। মামলাটি তদন্তের জন্য রমনা থানাকে নির্দেশ দেওয়া হয়। ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দেন। ফলে সালমানের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়। এই মামলায় আশরাফুল হক ডন আসামি হিসেবে রয়েছেন।