• খেলা

    নারী বিশ্বকাপ: সেমিফাইনালের আশায় বাংলাদেশের লক্ষ্য ২০৩ রান

      প্রতিনিধি 20 October 2025 , 8:47:18 প্রিন্ট সংস্করণ

    বাংলাদেশ দলের রাবেয়া ও স্বর্ণার উইকেট উদ্‌যাপন। ছবি: এএফপি।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে বাংলাদেশের মেয়েদের করতে হবে ২০৩ রান। সোমবার (২০ অক্টোবর) মুম্বাইয়ে শ্রীলঙ্কাকে ২০২ রানে অলআউট করেছে নিগার সুলতানার দল। লঙ্কানরা টিকেছে ৪৮ দশমিক ৪ ওভার। এ ম্যাচ জিতলেই শুধু সেমিফাইনালের আশা বেঁচে থাকবে বাংলাদেশের।

    সোমবার টসে হেরে বোলিং পাওয়া বাংলাদেশ প্রথম বলেই পেয়ে যায় উইকেট। পেসার মারুফা আক্তারের করা প্রথম বলটি অনেকটা ভেতরে ঢুকে বিস্মি গুনারত্নের প্যাডে আঘাত করে। আম্পায়ার আউট দেননি, রিভিউ নিয়েই উইকেটটি পেয়েছেন মারুফা। দ্বিতীয় উইকেটের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে আরও ১২ দশমিক ৩ ওভার।

    এ দিন শ্রীলঙ্কার সবচেয়ে বড় ভরসা চামারি আতাপাত্তুকে এলবিডব্লু করে উইকেটটি পেয়েছেন লেগ স্পিনার রাবেয়া খান। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি একবার ক্যাচ তুলেও বেঁচে যাওয়া শ্রীলঙ্কান তারকা। আউট হওয়ার আগে ৪৩ বলে ৪৬ রান করেছেন আতাপাত্তু।

    বিজ্ঞাপন

    দলীয় ৭২ রানে আতাপাত্তুর বিদায়ের পর ২৮ রানের মধ্যে আরও ২ উইকেট তুলে নেয় বাংলাদেশ। তবে বাংলাদেশের গলার কাঁটা হয়ে ছিলেন হাসিনি পেরেরা। নীলাক্ষিকা সিলভাকে (৩৭) নিয়ে পঞ্চম উইকেটে ৭৪ রান যোগ করেন হাসিনি। স্বর্ণা আক্তার নীলাক্ষিকাকে ফিরিয়ে ভাঙেন জুটি।

    অপরদিকে, ৫৫ ও ৬৩ রানে দুবার জীবন পাওয়া হাসিনি শেষ পর্যন্ত ফিরেছেন ৮৫ রান করে দলকে ১৮২ রানে রেখে অষ্টম ব্যাটার হিসেবে। স্বর্ণার বলে এলবিডব্লু হয়েছেন হাসিনি। তিনি ফেরার পর আরও ১৩ দশমিক ১ ওভার টিকলেও মাত্র ২০ রান তুলতে পারে শ্রীলঙ্কা। বাংলাদেশের বোলারদের মধ্যে লেগ স্পিনার স্বর্ণা ১০ ওভারে ২৭ রানে নিয়েছেন ৩ উইকেট। আরেক লেগ স্পিনার রাবেয়া ৩৯ রানে নিয়েছেন ২ উইকেট। ইনিংসের শেষ দিকে গলায় বল লেগে আহত হয়ে মাঠ ছেড়েছিলেন বাংলাদেশের অধিনায়ক ও উইকেটকিপার নিগার সুলতানা।

    বাংলাদেশ একাদশ: ফারজানা হক, রুবিয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক), সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, রাবেয়া খান, নিশিতা আক্তার ও মারুফা আক্তার।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:56 PM তারেক রহমানের নিরাপত্তা কর্মকর্তা হিসেবে আরও ৩ জনকে নিয়োগ 11:13 PM সাময়িক সময়ের জন্য জকসুর ভোট গণনা স্থগিত 6:38 PM বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি 6:37 PM জকসু নির্বাচনে ভোটার উপস্থিতি ৬৫ শতাংশ, গণনা চলছে 6:31 PM বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই: জাতিসংঘ 5:39 PM বাংলাদেশের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন আফ্রিদি 5:39 PM ঢাকা ১৭ আসনের কর্মীদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় 5:27 PM জকসুর ভোটগ্রহণ শেষ, শিক্ষার্থীদের ক্যাম্পাস ত্যাগের নির্দেশ 5:24 PM জাতীয় পার্টির পুনর্বাসন চাই না: ইসিকে আসিফ মাহমুদ 5:09 PM ‘ওয়ার্ড কাউন্সিলর বাপ্পীর নির্দেশে ওসমান হাদিকে হত্যা: ১৭ জনের নামে চার্জশিট’