আন্তর্জাতিক

ট্রাম্পের নোবেল ভাগ্য নির্ধারণ করছেন কারা?

  প্রতিনিধি 10 October 2025 , 11:54:31 প্রিন্ট সংস্করণ

কে জিতবেন, তা নির্ধারণ করবেন নরওয়ের পাঁচ সদস্যের নোবেল কমিটি
কে জিতবেন, তা নির্ধারণ করবেন নরওয়ের পাঁচ সদস্যের নোবেল কমিটিকে জিতবেন, তা নির্ধারণ করবেন নরওয়ের পাঁচ সদস্যের নোবেল কমিটি
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এ বছর নোবেল শান্তি পুরস্কার তার প্রাপ্য। শুক্রবার নরওয়ের অসলোতে ঘোষিত হবে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের নাম। কে জিতবেন, তা নির্ধারণ করবেন নরওয়ের পাঁচ সদস্যের নোবেল কমিটি।

এ কমিটির সদস্যরা নরওয়ের সংসদ দ্বারা নির্বাচিত হন এবং ছয় বছরের জন্য দায়িত্ব পালন করেন। এবার কমিটিতে রয়েছেন —

১. ইয়রগেন ওয়াতনে ফ্রিডনেস :

৪১ বছর বয়সী ফ্রিডনেস কমিটির চেয়ারম্যান। মানবাধিকারকর্মী ও পেন নরওয়ের সাবেক মহাসচিব। উটোয়া হামলার পর দ্বীপটি পুনর্গঠনে ভূমিকা রাখেন।

২. আসলে তোয়ে :

কমিটির সহসভাপতি। রক্ষণশীল মনোভাবাপন্ন ও নরওয়ের কনজারভেটিভ গবেষক। ট্রাম্প সম্পর্কে তুলনামূলক সহনশীল অবস্থানে আছেন।

৩. অ্যান এঙ্গার :

৭৫ বছর বয়সী সাবেক সংস্কৃতিমন্ত্রী ও নরওয়ের সেন্টার পার্টির নেতা। একসময় ইউরোপীয় ইউনিয়নে যোগদানের বিরোধিতা করেছিলেন।

বিজ্ঞাপন

ট্রাম্পের নোবেল ভাগ্য নির্ধারণ করছেন কারা?

৪. ক্রিস্টিন ক্লেমেট :

কনজারভেটিভ পার্টির রাজনীতিক ও সাবেক শিক্ষামন্ত্রী। ট্রাম্পের সমালোচক, তিনি লিখেছিলেন—‘ট্রাম্প আমেরিকার গণতন্ত্রকে ভেঙে দিচ্ছেন।’

৫. গ্রি লার্সেন :

সাবেক পররাষ্ট্র উপসচিব ও মানবাধিকারকর্মী। নারী অধিকার সংস্থা কেয়ার নরওয়ের প্রধান ছিলেন। ট্রাম্পের বৈদেশিক সহায়তা কমানোর সিদ্ধান্তের তীব্র সমালোচক।

ট্রাম্প দাবি করছেন, তিনি বিশ্বের আটটি যুদ্ধ শেষ করেছেন এবং পুরস্কার না পেলে তা আমেরিকার জন্য অপমান হবে। তবে কমিটির চেয়ারম্যান ফ্রিডনেস স্পষ্ট করেছেন, কোনো রাজনৈতিক চাপ নয়, ন্যায্যতা ও শান্তির অবদানের ভিত্তিতেই সিদ্ধান্ত হবে।

এবারের নোবেল শান্তি পুরস্কারের দৌড়ে ট্রাম্পের পাশাপাশি রয়েছে সুদানের ইমার্জেন্সি রেসপন্স রুমস ও রুশ নেতা নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনয়া। এ পুরস্কার শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টায়, অসলোতে নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউটে ঘোষণা হবে।

তথ্যসূত্র : আল জাজিরা

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান! 11:57 AM উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক 11:46 AM ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা 11:09 AM তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা 10:59 AM মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন 9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি 8:42 AM জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ কর্মসূচি আজ