প্রতিনিধি 8 October 2025 , 5:58:58 প্রিন্ট সংস্করণ

এশিয়া কাপে সুপার ফোর থেকেই বিদায় নিয়েছিল বাংলাদেশ। আফগানিস্তানকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করে সেই হতাশার কাটিয়েছে টাইগাররা। এবার আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামছে টাইগাররা।

বুধবার (৮ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। ম্যাচের আগে টস জিতেছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং তিনি প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।