জাতীয়

টেকনাফের পাহাড়ে নৌবাহিনী-কোস্টগার্ডের অভিযান, ৩৯ জন উদ্ধার

  প্রতিনিধি 3 October 2025 , 6:27:38 প্রিন্ট সংস্করণ

টেকনাফের গহিন পাহাড়ে অভিযান চালিয়ে অপহৃত নারী ও শিশুসহ ৩৯ জনকে উদ্ধার
টেকনাফের গহিন পাহাড়ে অভিযান চালিয়ে অপহৃত নারী ও শিশুসহ ৩৯ জনকে উদ্ধার
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

টেকনাফের গহিন পাহাড়ে অভিযান চালিয়ে অপহৃত নারী ও শিশুসহ ৩৯ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড। এসময় দুই মানবপাচারকারীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দিবাগত রাতে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ে এ অভিযান পরিচালিত হয়।

নৌবাহিনীর বিশেষায়িত কমান্ডো দল ও কোস্টগার্ডের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় পাচার চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে দুইজনকে আটক করা হয়। পরে চিরুনি অভিযান চালিয়ে পাহাড়ের বিভিন্ন স্থান থেকে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৩৯ জনকে উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

উদ্ধারদের মধ্যে রয়েছেন ১৮ জন রোহিঙ্গা নারী, ১১ জন রোহিঙ্গা পুরুষ, ৮ জন রোহিঙ্গা শিশু ও ২ জন বাঙালি পুরুষ। ভুক্তভোগীদের ভাষ্যমতে, সংঘবদ্ধ পাচারকারী চক্র মুক্তিপণ আদায় ও মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে তাদের পাহাড়ে জিম্মি করে রেখেছিল। অনেকে অর্থ হাতিয়ে নেওয়ার পরও মুক্তি পাননি।

উদ্ধারদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আটক দুই মানবপাচারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নৌবাহিনী জানায়, গত ১৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত যৌথ অভিযানে মোট ১৩৪ জনকে উদ্ধার করা হয়েছে। দায়িত্বপূর্ণ এলাকায় মাদক, সন্ত্রাস ও মানবপাচারসহ সব ধরনের অপরাধ দমনে নৌবাহিনী নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি 8:42 AM জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ কর্মসূচি আজ 8:37 AM মধ্যরাতে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ 12:13 AM হাড্ডাহাড্ডি লড়াইয়ে বার্সাকে হারাল রিয়াল 12:07 AM আফগান সীমান্তে তুমুল সংঘর্ষ, পাকিস্তানি পাঁচ সেনাসহ নিহত ৩০ 9:56 PM মৃত্যুর আগে জীবন থেকে পালাতে চাওয়া কালামের ফেসবুক পোস্ট 8:43 PM নভেম্বরে শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা: মাহফুজ আলম 8:23 PM নারী বিশ্বকাপ: বৃষ্টির কারণে বন্ধ বাংলাদেশ-ভারত ম্যাচ