প্রতিনিধি 1 October 2025 , 7:57:53 প্রিন্ট সংস্করণ

ক্রীড়া প্রতিবেদক
এশিয়া কাপে বাংলাদেশের ভরাডুবির অন্যতম কারণ ব্যাটিংয়ের দুর্দশা। অন্যতম না বলে মূল কারণ বললে ভুল হবে না।
এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলংকাকে হারিয়ে ফাইনালের স্বপ্ন দেখেছিলো বাংলাদেশ। কিন্তু মুলত ব্যাটিং ব্যর্থতার কারনেই ভারত এবং পাকিস্তানের কাছে হেরে ফাইনালের স্বপ্ন হাতছাড়া হয় বাংলাদেশের। সুপার ফোরের শেষ দুই ম্যাচেই ব্যাটারদের ব্যর্থতার খেসারত দিতে হয়েছে ম্যাচ হেরে।
ব্যাটিংয়ে ভালো করাই মূল লক্ষ্য নিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে টোয়েন্টি সিরিজ দিয়ে বাংলাদেশের আফগানিস্তানের বিপক্ষে দুই ফরম্যাটের সিরিজ শুরু হচ্ছে।

পেশীর ইনজুরির কারণে সদ্য শেষ হওয়া এশিয়া কাপের মাঝপথে মাঠে বাইরে ছিটকে যান বাংলাদেশের অধিনায়ক ও ব্যাটিংয়ের মুল ভরসা লিটন দাস। তাই লিটনবিহীন বাংলাদেশের ভঙ্গুর ব্যাটিং শক্তিশালি আফগান বোলিংকে কতটুকু চ্যালেঞ্জ জানাতে পারবে সেই প্রশ্ন থেকেই যায়। যদিও এশিয়া কাপের গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ।
তবে রশিদ খান, মুজিবুর রহমানদের স্পিন বাংলাদেশের জন্য হতে পারে বড় হুমকি।
ব্যাটিংয়ে উন্নতির লক্ষ্য নিয়ে বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী বলেছেন, ‘চ্যালেঞ্জ বলতে নির্দিষ্ট দিনে ভালো খেলতে হবে। আগের সিরিজে আমরা অবশ্যই দল হিসেবে ভালো খেলতে পারিনি। তাই আমাদের মূল পরিকল্পনা থাকবে ব্যাটিং ইউনিট হিসেবে ভালো পারফরম্যান্স করা। যেহেতু এশিয়া কাপেও ব্যাটিংয়ের কারণে আমাদের ভুগতে হয়েছে, তাই ব্যাটিং ইউনিটের দিকেই সবচেয়ে বেশি মনোযোগ দেয়া হবে।’
এবারের এশিয়া কাপে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেছেন ওপেনার সাইফ হাসান। ২টি হাফ-সেঞ্চুরিতে ৪ ইনিংসে ১৭৮ রান করেছেন সাইফ। সাইফের ব্যাটিংয়ের প্রশংসা করে জাকের বলেন, ‘সাইফ হাসান খুবই ভালো করছে। আমরা চাইব যে এই সিরিজেও সে এরকম বড় রান করতে পারে। ওর সাথে সাথে অন্য ব্যাটাররাও যেন ভালো করতে পারে তাহলে আমাদের জন্য সিরিজটি খুব ভালো হবে।’
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পরের ম্যাচগুলো হবে ৩ ও ৫ অক্টোবর।