খেলা

৮ গোলের ম্যাচে উড়ে গেল মেসির মায়ামি

  প্রতিনিধি 1 October 2025 , 12:21:15 প্রিন্ট সংস্করণ

লিওনেল মেসি। ছবি- রয়টার্স
লিওনেল মেসি। ছবি- রয়টার্স
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

গত ম্যাচে টরন্টো এফসির বিপক্ষে ড্র করার পর এবার বড় ব্যবধানে হেরেছে ইন্টার মায়ামি। বুধবার (১ অক্টোবর) চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এমএলএস ম্যাচে শিকাগো ফায়ারের কাছে ৫-৩ গোলে পরাজিত হয়েছে লিওনেল মেসির দল।

বল দখল ও আক্রমণে এগিয়ে থেকেও মায়ামি এই ম্যাচে রক্ষণভাগে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। ম্যাচের নবম মিনিটেই শিকাগো গোল করার সুযোগ পেলেও মায়ামির গোলকিপার অস্কার উস্তারি দারুণ সেভ করে তা ঠেকিয়ে দেন।

তবে বেশিক্ষণ দলকে রক্ষা করতে পারেননি উস্তারি। ম্যাচের ১১তম মিনিটে কর্নার থেকে হেডে গোল করে শিকাগোকে লিড এনে দেন তাহ ডি’আভিলা। এরপর ছোট ছোট আক্রমণে মায়ামিকে চাপে রাখে সফরকারীরা। ২০তম মিনিটে মেসির ফ্রি-কিক ঠেকিয়ে দেন প্রতিপক্ষের গোলকিপার।

বিজ্ঞাপন

মায়ামি দ্বিতীয় গোল হজম করে ৩১তম মিনিটে। মাঝমাঠ থেকে বল নিয়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোল করেন জোনাথান ডিন। তবে ৩৯তম মিনিটে এক গোল শোধ দেন মায়ামির টমাস অ্যাভিলেস। কিন্তু প্রথম হাফ শেষ হওয়ার ঠিক আগে, ৪৩তম মিনিটে আরও একটি গোল করে শিকাগো। ডি-বক্সের ভেতরে মায়ামির দুই ডিফেন্ডারকে কাটিয়ে জাল খুঁজে নেন কুয়ামে। প্রথমার্ধ শেষ হয় ৩-১ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে দুই গোল শোধ দিয়ে মায়ামি ম্যাচে দারুণভাবে সমতা ফিরিয়েছিল। দলের তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেজ ৫৭ ও ৭৪ মিনিটে জোড়া গোল করেন। প্রথমটি আসে রদ্রিগেজের অ্যাসিস্ট থেকে এবং পরের গোলের সহায়ক ছিলেন আলবা। স্কোরলাইন তখন ৩-৩!

কিন্তু ম্যাচের শেষদিকে আবারও ভেঙে পড়ে মায়ামির রক্ষণ। নির্ধারিত সময় শেষ হওয়ার আগে মাত্র তিন মিনিটের ব্যবধানে আরও দুই গোল হজম করে তারা। ৮০তম মিনিটে জাস্টিন রেনল্ডস এবং তার তিন মিনিট পর ব্রায়ান গুতেরেস গোল করে শিকাগোর ৫-৩ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন।

৩২ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের ১২তম স্থানে উঠে এসেছে শিকাগো। ৩১ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে আছে মেসির মায়ামি।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান! 11:57 AM উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক 11:46 AM ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা 11:09 AM তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা 10:59 AM মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন 9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি 8:42 AM জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ কর্মসূচি আজ